এবার ভুলে নিজেদের উপশহরে রকেট ছুড়ল ইসরাইলি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i82217-এবার_ভুলে_নিজেদের_উপশহরে_রকেট_ছুড়ল_ইসরাইলি_বাহিনী
ভুলে নিজেদের উপশহরে রকেট ছুড়েছে দখলদার ইসরাইলি বাহিনী। ইসরাইলের চ্যানেল টুয়েলভ এ খবর দিয়ে বলেছে, ইসরাইলি হেলিকপ্টার থেকে ভুলে ইহুদি উপশহর লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১২, ২০২০ ২০:২৩ Asia/Dhaka
  • অবৈধ দখলদারদের একটি উপশহর
    অবৈধ দখলদারদের একটি উপশহর

ভুলে নিজেদের উপশহরে রকেট ছুড়েছে দখলদার ইসরাইলি বাহিনী। ইসরাইলের চ্যানেল টুয়েলভ এ খবর দিয়ে বলেছে, ইসরাইলি হেলিকপ্টার থেকে ভুলে ইহুদি উপশহর লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়েছে।

গাজায় সাম্প্রতিক হামলার সময় এ ঘটনা ঘটেছে। চ্যানেলটির যুদ্ধবিষয়ক সংবাদদাতা নির দাফারু দাবি করেছেন, ইহুদি উপশহর লক্ষ্য করে ছোড়া রকেটটি বিস্ফোরিত হয় নি। সর্বশেষ খবর অনুযায়ী রকেটটিকে নিষ্ক্রিয় করার চেষ্টা চালাচ্ছে বিশেষজ্ঞ দল।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, উপশহরের যেখানে রকেটটি পড়েছে সেখানে তা বিস্ফোরিত হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো।

কয়েক দিন আগে ইসরাইলি বাহিনী লেবানন সীমান্তে ভুলকরে নিজেদের একটি ড্রোন ভূপাতিত করেছে। তারা ভেবেছিল, লেবানন থেকে ড্রোনটি তাদের আকাশসীমায় প্রবেশ করেছে।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পাল্টা হামলার ভয় থেকে সৃষ্ট অস্থিরতার কারণে ইহুদিবাদী সেনারা এ ধরণের ভুল করছে বলে বিশ্লেষকদের ধারণা।#

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।