ইসরাইলের সঙ্গে চুক্তির প্রতি বাহরাইনের জনগণের সমর্থন নেই: আল-ওয়েফাক
https://parstoday.ir/bn/news/west_asia-i84050-ইসরাইলের_সঙ্গে_চুক্তির_প্রতি_বাহরাইনের_জনগণের_সমর্থন_নেই_আল_ওয়েফাক
বাহরাইনের প্রধান বিরোধী জোট আল-ওয়েফাক বলেছে, সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে বাহরাইনের রাজতান্ত্রিক সরকার যে চুক্তি করেছে তার প্রতি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কোনো সমর্থন নেই। এছাড়া, এ চুক্তি বাহরাইনের সংবিধানের সঙ্গেও সাংঘর্ষিক।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
অক্টোবর ২১, ২০২০ ১৯:৪৫ Asia/Dhaka
  • বাহরাইনে ইসরাইল-বিরোধী বিক্ষোভ
    বাহরাইনে ইসরাইল-বিরোধী বিক্ষোভ

বাহরাইনের প্রধান বিরোধী জোট আল-ওয়েফাক বলেছে, সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে বাহরাইনের রাজতান্ত্রিক সরকার যে চুক্তি করেছে তার প্রতি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কোনো সমর্থন নেই। এছাড়া, এ চুক্তি বাহরাইনের সংবিধানের সঙ্গেও সাংঘর্ষিক।

গতকাল (মঙ্গলবার) সিরিজ টুইটার পোস্টে আল-ওয়েফাকের উপ মহাসচিব শেখ হুসেইন আদ-দাইহি এসব কথা বলেন। তিনি জানান, আল-ওয়েফাক জোট ফিলিস্তিনের বিভিন্ন সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করে এ বার্তা দিয়েছেন যে, ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের মুখে ফিলিস্তিনিদের প্রতি বাহরাইনের জনগণের পক্ষ থেকে অকুণ্ঠ সমর্থন রয়েছে।

আল-ওয়েফাকের এ নেতা আলে খলিফা সরকারের কাজকর্মের কঠোর সমালোচনা করে বলেন, তাদের এসব তৎপরতা দেশের জনগণের কাছে মূল্যহীন এবং তাদের নীতির সঙ্গে মানানসই নয়। দাইহি আবারো বলেন, বাহরাইন সরকারের পদক্ষেপের প্রতি জনগণের সমর্থন নেই এবং সাংবিধানিকভাবেও এর গ্রহণযোগ্যতা নেই।

সম্প্রতি ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করেছে। কিন্তু বাহরাইনের জনগণ এর বিরুদ্ধে শুরু থেকেই ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদ করে আসছেন। বাহরাইনের জনগণের এই অবস্থানের ব্যাপক প্রশংসা করেছেন ফিলিস্তিনের নেতারা।#

পার্সটুডে/এসআইবি/২১