ইরাকের তেল শোধনাগারে রকেট হামলার দায় স্বীকার করলো দায়েশ
https://parstoday.ir/bn/news/west_asia-i84998-ইরাকের_তেল_শোধনাগারে_রকেট_হামলার_দায়_স্বীকার_করলো_দায়েশ
ইরাকের উত্তরাঞ্চলে একটি ছোট আকারের তেল শোধনাগারে রকেট হামলার দাবি করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ৩০, ২০২০ ১৭:৫৬ Asia/Dhaka
  • ইরাকের একটি তেলক্ষেত্র
    ইরাকের একটি তেলক্ষেত্র

ইরাকের উত্তরাঞ্চলে একটি ছোট আকারের তেল শোধনাগারে রকেট হামলার দাবি করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।

রাষ্ট্র পরিচালিত নর্দান রিফাইনারির কোম্পানির একজন মুখপাত্র সরকারি বার্তা সংস্থাকে জানান, গতকাল (রোববার) ইরাকের উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশের সিনাইয়া তেল শোধনাগারে দুটি রকেট আঘাত হানে। এর ফলে শোধনাগারে আগুন ধরে যায় তবে তা নিভিয়ে ফেলা হয়েছে।

সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশ ওই হামলার দায়িত্ব স্বীকার করে বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, দুটি কাতিউশা রকেট দিয়ে তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে।

ইরাকের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে তেল শোধনাগারের কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

ইরাকের তেল মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, দমকলবাহিনী তেল শোধনাগারের ফুয়েল ট্যাংকের আগুন নেভাতে সক্ষম হয়েছে। ইরাকের উপ তেলমন্ত্রী হামিদ ইউনুস জানান, শিগগিরই তেল শোধনাগারের কার্যক্রম আবার শুরু করা যাবে।#

পার্সটুডে/এসআইবি/৩০