পেজেশকিয়ান: আঞ্চলিক নিরাপত্তা ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বৈরি আচরণের শিকার হয়েছে
পার্সটুডে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন, আমেরিকা সব সময় নতুন অজুহাত দেখিয়ে চুক্তি গঠনে বাধা দেওয়ার চেষ্টা করে। বাস্তবতা হলো আমেরিকা শক্তিশালী ইরানকে সহ্য করতে পারে না।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে অনুসারে, নিউ ইয়র্ক ভ্রমণ থেকে ফিরে আসার পর ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই গুরুত্বপূর্ণ সফরের ফলাফল ব্যাখ্যা করতে গিয়ে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদে তার উপস্থিতি এবং বক্তৃতার কথা উল্লেখ করে বলেন, এই সভায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের অবস্থান স্পষ্টভাবে প্রকাশ করা হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশের প্রত্যক্ষ সহায়তায় ইহুদিবাদী শাসক গোষ্ঠী এই অঞ্চলে যে অপরাধ করছে তা তুলে ধরা হয়েছে।
গাজায় পঁয়ষট্টি হাজারেরও বেশি নিরীহ মানুষের শহীদ হওয়া এবং জল, খাদ্য এবং ওষুধের মতো মৌলিক মানবিক চাহিদা থেকে হাজার হাজার মানুষকে বঞ্চিত করার কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেছেন, মানুষ, নারী ও শিশুদের অধিকার রক্ষার দাবি করে ত্রাণের পথ বন্ধ করে দেওয়া স্পষ্ট বিরোধিতা এবং আন্তর্জাতিক প্রতারণা ছাড়া আর কিছুই নয়।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, আজ গাজায় যা ঘটছে এবং এই অঞ্চলে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর আচরণ কার্যত স্থিতিশীলতা ও নিরাপত্তাকে বিপন্ন করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একবারের জন্যও এই অবৈধ শাসক গোষ্ঠীর বিরুদ্ধে একটি প্রস্তাব জারি করেনি। কারণ বৈশ্বিক শক্তির কাঠামো প্রকৃত ন্যায়বিচার বাস্তবায়নে বাধা সৃষ্টি করেছে।
পেজেশকিয়ান ফ্রান্স, নরওয়ে, ফিনল্যান্ড, সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট এবং ইউরোপীয় কাউন্সিলের সভাপতিসহ বিভিন্ন দেশের প্রধান ও কর্মকর্তাদের সাথে তার বৈঠক এবং আলোচনার কথা উল্লেখ করে বলেন, এই আলোচনায় ইরানের অবস্থান স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছিল। অনেক ইউরোপীয় দল তাদের বক্তৃতায় ইহুদিবাদী সরকারের কর্মকাণ্ডের বিরোধিতা করার কথা বলেছিল, কিন্তু বাস্তবে কোনও প্রতিরোধমূলক পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। তবে, এই শাসনকে সমর্থনকারী সরকারগুলোর বিরুদ্ধে ইউরোপে জনসাধারণের বিক্ষোভের ঢেউ এমন একটি প্রবণতা যা উপেক্ষা করা যায় না।
তার বক্তৃতার অন্য অংশে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট তথাকথিত স্ন্যাপব্যাকের বিষয়টি সম্বোধন করে বলেছেন, "ইউরোপীয়দের সাথে আলোচনায় আমরা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে সহযোগিতা করার এবং পারমাণবিক কর্মকাণ্ডের বিষয়ে স্বচ্ছতা প্রদানের জন্য ইরানের প্রস্তুতির উপর জোর দিয়েছি।"#
পার্সটুডে/এমবিএ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।