‘সানা আন্তর্জাতিক বিমানবন্দর পুরোপুরি বন্ধ করে দিতে চায় সৌদি’
(last modified Mon, 07 Dec 2020 04:56:50 GMT )
ডিসেম্বর ০৭, ২০২০ ১০:৫৬ Asia/Dhaka
  • সৌদি জোটের হামলায় সানা বিমানবন্দরে একটি বেসামরিক বিমান ধ্বংস (ফাইল ফটো)
    সৌদি জোটের হামলায় সানা বিমানবন্দরে একটি বেসামরিক বিমান ধ্বংস (ফাইল ফটো)

সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট দারিদ্র্যপীড়িত ইয়েমেনের রাজধানী সানা আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর নতুন করে বিমান হামলা শুরু করেছে। হামলা বাড়ানোর মাধ্যমে তারা রাজধানী এ বিমানবন্দর পুরোপুরি বন্ধ করে দেয়ার আশা করছে। সানা আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপনা পরিচালক খালেদ আল শাইয়েফ একথা বলেছেন।

তিনি বলেন, বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে সৌদি নেতৃত্বাধীন জোট সানা বিমানবন্দরের ওপরে হামলা জোরদার করেছে। সৌদি জোট দফায় দফায় বিমান হামলা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এ বার্তা দিতে চায় যে, সানা বিমানবন্দর ব্যবহারের অনুপযুক্ত।

ইয়েমেনের এ কর্মকর্তা এ বিষয়ে জাতিসংঘের সুস্পষ্ট অবস্থান দাবি করে বলেন, “জাতিসংঘ হচ্ছে সানা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান ব্যবহারকারী। সৌদি নেতৃত্বাধীন জোটের নতুন হামলা ইয়েমেনের শত শত অসুস্থ মানুষকে হতাশ করেছে যারা জটিল রোগের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান।”

শাইয়েফ আশা করেন, সানা আন্তর্জাতিক বিমানবন্দর পরিপূর্ণভাবে খুলে দেয়ার বিষয়ে জাতিসংঘের পক্ষ থেকে পরিষ্কার অবস্থান নেয়া হবে।#

পার্সটুডে/এসআইবি/৭

ট্যাগ