কুয়েতে নতুন আমিরের অধীনে প্রথম নির্বাচন: বিরোধীদের জয়, প্রধানমন্ত্রী পদে পরিবর্তন নেই
(last modified Tue, 08 Dec 2020 14:16:40 GMT )
ডিসেম্বর ০৮, ২০২০ ২০:১৬ Asia/Dhaka
  • কুয়েতের আমির
    কুয়েতের আমির

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শেখ আল-খালিদ আহমাদ আল-সাবাহকে পুনরায় মনোনায়ন দিয়েছেন। দেশটির পার্লামেন্ট নির্বাচনের পর আজ এই মনোনায়ন দেওয়া হয়। নতুন আমিরের অধীনে এটিই দেশটির প্রথম সংসদ নির্বাচন।

মন্ত্রিসভার সদস্যদের মনোনীত করতে শেখ সাবাহকে নির্দেশ দিয়েছেন শেখ নাওয়াফ। সাম্প্রতিক নির্বাচনে বিরোধীদের অবস্থান শক্তিশালী হয়েছে।

রাষ্ট্রীয় বিষয়ে কুয়েতের আমিরের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে কিছু বিষয়ে সেদেশের প্রধানমন্ত্রী ও পার্লামেন্টও গুরুত্বপূর্ণ পালন করে থাকে।

২০১৯ সালে প্রথমবার প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার আগে শেখ সাবাহ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সাল থেকে তিনি মন্ত্রী ছিলেন। কুয়েতের ৫০ সদস্যের পার্লামেন্ট নির্বাচনে বিরোধী পক্ষের জোট বিজয়ী হয়েছে।

অন্যদিকে, প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ২৯ জন নারী প্রার্থী। কিন্তু তাদের কেউ জিততে পারেননি। নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৩২৬ জন।

রাজনৈতিক সংস্কারের পক্ষে অবস্থান গ্রহণকারী বিরোধী জোট এ বছর প্রায় অর্ধেক আসনে জয়লাভ করেছে। এ জোট গত নির্বাচনে ১৬টি আসন জিতেছিল, যা এবার বেড়ে দাঁড়িয়েছে ২৪টিতে।#

পার্সটুডে/এসএ//৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ