শপথ নিয়েছেন ইসরাইলে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত
https://parstoday.ir/bn/news/west_asia-i87410-শপথ_নিয়েছেন_ইসরাইলে_নিযুক্ত_আরব_আমিরাতের_রাষ্ট্রদূত
ইহুদিবাদী ইসরাইলে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ মাহমুদ আল-খাজা শপথ নিয়েছেন। গতকাল (রোববার) তিনি এই শপথ নেন এবং তাকে শপথ পড়ান আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৫, ২০২১ ১৪:১৮ Asia/Dhaka
  • শপথ নিচ্ছেন ইসরাইলে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত মাহমুদ খাজা
    শপথ নিচ্ছেন ইসরাইলে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত মাহমুদ খাজা

ইহুদিবাদী ইসরাইলে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ মাহমুদ আল-খাজা শপথ নিয়েছেন। গতকাল (রোববার) তিনি এই শপথ নেন এবং তাকে শপথ পড়ান আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম।

মাহমুদ খাজা হচ্ছেন ইসরাইলে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতে প্রথম রাষ্ট্রদূত। গত আগস্ট মাসে সংযুক্ত আরব আমিরাত এবং ইহুদিবাদী ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি সই করে। এরপর গত মাসে ইসরাইলের রাজধানী তেল আবিবে দূতাবাস প্রতিষ্ঠার ব্যাপারে আমিরাতের মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে  অনুমোদন দেয়।  

গতকালের শপথ অনুষ্ঠানে রশিদ আল-মাকতুম রাষ্ট্রদূত খাজার প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরাইলের মধ্যকার সম্পর্ক আরো গভীরতর করার জন্য আপনাকে কাজ করতে হবে। তিনি বলেন, এ কাজ এমন হতে হবে যাতে আরব আমিরাত ও ইসরাইলের শান্তি, সহবস্থান এবং ধৈর্য্যের সংস্কৃতি উচ্চকিত হয়।

ইহুদিবাদী ইসরাইল গত মাসে আবুধাবিতে তাদের দূতাবাস খুলেছে এবং সেখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন এইতান নায়েহ নামে একজন কূটনীতিক।#

পার্সটুডে/এসআইবি/১৫