সিরিয়ায় বাইডেন প্রশাসনের বিমান হামলা ‘অত্যন্ত খারাপ ইঙ্গিত’
-
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরাক-সিরিয়া সীমান্তবর্তী ইরাকি সন্ত্রাস-বিরোধী বাহিনীর অবস্থানে মার্কিন বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে দামেস্ক। সিরিয়া এ হামলাকে নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের পক্ষ থেকে ‘অত্যন্ত খারাপ ইঙ্গিত’ বলে উল্লেখ করেছে। শুক্রবার ভোররাতের ওই হামলায় অন্তত একজন নিহত ও অপর চারজন আহত হয়।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, সেদেশের দেইর আজ-জাওর প্রদেশের একটি সীমান্ত চেক পোস্টের কাছে ইরাকের জনপ্রিয় হাশদ আশ-শাবি বাহিনীর অবস্থানে আমেরিকা শুক্রবার ভোররাতে যে হামলা চালিয়েছে তার ‘তীব্র নিন্দা’ জানাচ্ছে দামেস্ক। বিবৃতিতে ওই হামলাকে ‘আগ্রাসন’ বলেও উল্লেখ করা হয়েছে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, এই হামলার মাধ্যমে আমেরিকা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণা লঙ্ঘন করেছে।
জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর এই প্রথম আমেরিকা সিরিয়ার অভ্যন্তরে এ ধরনের অভিযান চালাল। সমালোচকরা বলছেন, বাইডেন এ হামলার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন তিনি মূলত সাবেক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতিই অনুসরণ করতে চান।#
পার্সটুডে/এমএমআই/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।