ইরাকে রাসায়নিক অস্ত্র ব্যবহার করল দায়েশ: বিমান হামলায় নিহত ৫৭
https://parstoday.ir/bn/news/west_asia-i8827
ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক শহরের দক্ষিণে দায়েশ সন্ত্রাসীরা রাসায়নিক হামলা চালিয়েছে। আলিউম আস্‌ সাবা বার্তা সংস্থা জানিয়েছে, গতরাতের ওই হামলায় কুর্দি পিশমার্গা বাহিনীর বেশ ক’জন সদস্য আহত হয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ০৯, ২০১৬ ১১:২৫ Asia/Dhaka
  • ইরাকে রাসায়নিক অস্ত্র ব্যবহার করল দায়েশ: বিমান হামলায় নিহত ৫৭

ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক শহরের দক্ষিণে দায়েশ সন্ত্রাসীরা রাসায়নিক হামলা চালিয়েছে। আলিউম আস্‌ সাবা বার্তা সংস্থা জানিয়েছে, গতরাতের ওই হামলায় কুর্দি পিশমার্গা বাহিনীর বেশ ক’জন সদস্য আহত হয়েছে।

সন্ত্রাসীরা বিষাক্ত ক্লার গ্যাস নিক্ষেপ করেছে। এর আগেও সন্ত্রাসীরা ওই এলাকায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল।

ইরাক থেকে অপর এক খবরে জানা গেছে, দেশটির যৌথ বাহিনীর কমান্ডার বলেছেন, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে বিমান হামলায় ৫৭জন দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে। সালাউদ্দিন, নেইনাভা, ফালুজা ও আল আনবার প্রদেশে সন্ত্রাসীদের অন্তত ১০টি ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়েছে। এতে দায়েশের অনেক অস্ত্র ও সাজসরঞ্জাম ধ্বংস হয়েছে বলে ইরাকের এ কমান্ডার জানিয়েছেন।

গত ২০১৪ সালের জুন থেকে ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় শহরগুলোতে দায়েশ সন্ত্রাসীরা ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। #

মোঃ রেজওয়ান হোসেন/৯