মার্চ ০৬, ২০২১ ১৭:২৪ Asia/Dhaka
  • সর্বোচ্চ নেতা (বামে) ও নাসরুল্লাহ (ডানে)
    সর্বোচ্চ নেতা (বামে) ও নাসরুল্লাহ (ডানে)

লেবাননের প্রখ্যাত আলেম শেইখ আহমাদ আল যেইনের মৃত্যুতে শোকবার্তা দেওয়ায় ইরানের সর্বোচ্চ নেতার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

তিনি ইরানের সর্বোচ্চ নেতার কাছে পাঠানো এক বার্তায় বলেছেন, শেইখ আহমাদ আল যেইনের পথ অনুসরণ ও তাঁর স্বপ্ন বাস্তবায়নে  তৎপরতা অব্যাহত রাখবে হিজবুল্লাহ। গত সপ্তাহে লেবাননের ঐ আলেমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বার্তা দিয়েছিলেন আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

শেইখ আহমাদ আল যেইন

লেবাননের প্রখ্যাত সুন্নি আলেম ও সাবেক বিচারক শেইখ আহমাদ আল যেইন গত সপ্তাহে ইন্তেকাল করেন।

এই আলেম দখলদার ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধকে বায়তুল মুকাদ্দাস মুক্ত করার একমাত্র পন্থা বলে মনে করতেন। এ কারণে দখলদার ইসরাইল বহুবার তাঁকে হত্যার চেষ্টা চালিয়েছে এবং নানাভাবে কষ্ট দিয়েছে।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

ট্যাগ