তুরস্কে কুর্দিপন্থি এমপি গ্রেফতার, কেড়ে নেয়া হয়েছে সংসদ সদস্যপদ
https://parstoday.ir/bn/news/west_asia-i88978-তুরস্কে_কুর্দিপন্থি_এমপি_গ্রেফতার_কেড়ে_নেয়া_হয়েছে_সংসদ_সদস্যপদ
তুরস্কের কুর্দিপন্থি সংসদ সদস্য ওমর ফারুক গারগেরিওগ্লুকে আটক করা হয়েছে। এর আগে তার সংসদ সদস্য পদ কেড়ে নেয়া হয় কিন্তু তিনি সংসদ ভবন ত্যাগ করতে অস্বীকৃতি জানান। এরপর সরকার তাকে পুলিশ দিয়ে আটক করে সংসদ ভবন থেকে টেনে-হিঁচড়ে বের করে দেয়।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
মার্চ ২২, ২০২১ ০৭:৫৪ Asia/Dhaka
  • তুরস্কের কুর্দিপন্থি সংসদ সদস্য ওমর ফারুক গারগেরিওগ্লু (সামনে)
    তুরস্কের কুর্দিপন্থি সংসদ সদস্য ওমর ফারুক গারগেরিওগ্লু (সামনে)

তুরস্কের কুর্দিপন্থি সংসদ সদস্য ওমর ফারুক গারগেরিওগ্লুকে আটক করা হয়েছে। এর আগে তার সংসদ সদস্য পদ কেড়ে নেয়া হয় কিন্তু তিনি সংসদ ভবন ত্যাগ করতে অস্বীকৃতি জানান। এরপর সরকার তাকে পুলিশ দিয়ে আটক করে সংসদ ভবন থেকে টেনে-হিঁচড়ে বের করে দেয়।

তুরস্কের কুর্দিপন্থি পিপলস ডেমোক্র্যাটিক পার্টি বা এইচডিএফ গতকাল (রোববার) এক বিবৃতিতে এই আটকের খবর নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, প্রায় ১০০ পুলিশ গারগেরিওগ্লুকে সংসদ ভবন থেকে টেন-হিঁচড়ে নিয়ে যায়।

কোসায়েলি প্রদেশ নির্বাচিত এই সংসদ সদস্যকে অনলাইনে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগে ২০১৮ সালে দোষী সাব্যস্ত করা হয়। ২০১৬ সালে সামাজিক যোগাযোগের মাধ্যমে দেয়া এক পোস্টের কারণে তাকে আড়াই বছরের কারাদণ্ড দেয়া হয়।

চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি তুরস্কের আপিল আদালত ওই রায় বহাল রাখে। গত ১৫ মার্চ তুর্কি সংসদের স্পিকার গারগেরিওগ্লুকে জানান যে, তার সংসদ সদস্যপদ বাতিল করা হয়েছে। এরপর তাকে সংসদ ভবন থেকে বের করে দেয়া হলো।# 

পার্সটুডে/এসআইবি/২২