আমিরাতের হস্তক্ষেপের বিষয়টি গুরুত্বসহকারে নিন: ইরাকি প্রধানমন্ত্রীকে এমপি
(last modified Thu, 25 Mar 2021 02:49:46 GMT )
মার্চ ২৫, ২০২১ ০৮:৪৯ Asia/Dhaka
  • মুস্তাফা আল-কাজেমি
    মুস্তাফা আল-কাজেমি

ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের হস্তক্ষেপের বিষয়টিকে বিশেষ গুরুত্বসহকারে নিতে দেশটির প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমির প্রতি আহ্বান জানিয়েছেন একজন প্রভাবশালী সংসদ সদস্য।

আল-ফাতাহ জোটের সংসদ সদস্য নাসের তুর্কি গতকাল (বুধবার) এ আহ্বান জানান। এ বিষয়ে তিনি দেশের রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক অনুষ্ঠানের দাবি জানিয়েছেন।

নাসের তুর্কি বলেন, এর আগে ফাতাহ জোটের সংসদ সদস্য ইরাকের অভ্যন্তরে সংযুক্ত আরব আমিরাতের হস্তেক্ষেপের বিষয়ে যে তথ্য দিয়েছেন তা বিপজ্জনক এবং কোনোভাবেই উপক্ষো করার মতো নয়। তিনি বলেন, এ ধরনের ঘটনা উপেক্ষা করা হলে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়ে অন্য দেশের জন্য দরজা খুলে যাবে।  

এর আগে, চলতি মাসের শুরুর দিকে ইরাকের সন্ত্রাসবাদ-বিরোধী সংগঠন আসাইব আহলুল হকের নেতা কায়েস খাজালি ইরাকের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেছিলেন।#

পার্সটুডে/এসআইবি/২৫