গাজায় যুদ্ধবিরতি অপরাধীদের বিচারের কথা ভুলে যাওয়া উচিত নয়: ইরানের ডেপুটি স্পিকার
পার্সটুডে - ইরানি পার্লামেন্টের ডেপুটি স্পিকার বলেছেন যে গাজা যুদ্ধে যেকোনো যুদ্ধবিরতি বা অস্থায়ী চুক্তি ন্যায়বিচার এবং যুদ্ধাপরাধীদের বিচার ভুলে যাওয়া উচিত নয়।
ইরানের সংসদের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই জেনেভায় আন্তঃইসলামিক অ্যাসেম্বলির বৈঠকে জোর দিয়ে বলেন, গাজা যুদ্ধের ওপর আলোকপাত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব হল গাজায় বেসামরিক নাগরিকদের গণহত্যার অপরাধীদের চিহ্নিত করা এবং তাদের বিচার করা। পার্সটুডে অনুসারে, হাজি বাবাই ইহুদিবাদী শাসনব্যবস্থার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু পশ্চিমা সরকারের সরাসরি সমর্থনের কথা উল্লেখ করে এই পদক্ষেপগুলোকে আন্তর্জাতিক শৃঙ্খলার জন্য হুমকি এবং বিশ্ব প্রতিষ্ঠানগুলোর অসম্মানিত করার তৎপরতার হিসেবে অভিহিত করেছেন।
ইরানি পার্লামেন্ট সদস্য আরো বলেন, দখলদার শাসক গোষ্ঠী কয়েক দশক ধরে দায়মুক্তি পেয়ে, কেবল মানবিক বিপর্যয়ই অব্যাহত রাখছে না বরং বিশ্ব শান্তি বজায় রাখার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ভূমিকাকেও দুর্বল করে দিচ্ছে।
ইন্টার-ইসলামিক অ্যাসেম্বলিতে ইরানের প্রতিনিধি গাজা যুদ্ধকে মানব বিবেকের জন্য একটি বড় পরীক্ষা বলে অভিহিত করেছেন এবং ফিলিস্তিনে স্থায়ী ও সম্মানজনক শান্তি অর্জনের জন্য ইসলামী জাতির ঐক্য, সংসদীয় সংহতি এবং বিশ্বব্যাপী ন্যায়বিচার পুনরুদ্ধারের ওপর জোর দিয়েছেন।
হাজী বাবাই আরও বলেছেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরান যুদ্ধ অবিলম্বে বন্ধ করার, মানবিক সহায়তা পাঠানোর, দখলদার বাহিনী প্রত্যাহার করার, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার এবং ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের যেকোনো প্রচেষ্টাকে সমর্থন করে এবং ইহুদিবাদী সরকার এবং তার সমর্থকদের উপর চাপ প্রয়োগের জন্য তার কূটনৈতিক ক্ষমতা ব্যবহার করবে।
"মানবিক নিয়ম বজায় রাখা এবং সংকটের সময়ে মানবিক পদক্ষেপকে সমর্থন করা" এবং "টেকসই বিশ্বের জন্য অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র" এই প্রতিপাদ্য নিয়ে রবিবার জেনেভায় শুরু হয়েছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) অ্যাসেম্বলির ১৫১তম অধিবেশন, যার প্রতিপাদ্য হলো "মানবিক নিয়ম বজায় রাখা এবং সংকটের সময়ে মানবিক পদক্ষেপকে সমর্থন করা" এবং "টেকসই বিশ্বের জন্য অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র"। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদীয় প্রতিনিধিদলের অংশগ্রহণে রবিবার জেনেভায় শুরু হয়েছে।#
পার্সটুডে/এমবিএ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।