জিযান তেল স্থাপনায় ড্রোন হামলার সত্যতা স্বীকার করল সৌদি মন্ত্রণালয়
(last modified Fri, 26 Mar 2021 03:32:41 GMT )
মার্চ ২৬, ২০২১ ০৯:৩২ Asia/Dhaka
  • সৌদি আরবের আরামকো কোম্পানির একটি তেল স্থাপনায় ২০২০ সালে হুথিদের ড্রোন হামলা (ফাইল ছবি)
    সৌদি আরবের আরামকো কোম্পানির একটি তেল স্থাপনায় ২০২০ সালে হুথিদের ড্রোন হামলা (ফাইল ছবি)

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি তেল স্থাপনায় ইয়েমেনের ড্রোন হামলার সত্যতা স্বীকার করেছে দেশটির জ্বালানী মন্ত্রণালয়। এটি বলেছে, জিযান অঞ্চলের ওই স্থাপনায় ড্রোন হামলার ফলে সেখানকার একটি তেল ট্যাংকে আগুন ধরে গেছে। সৌদি জ্বালানী মন্ত্রণালয় আজ (শুক্রবার) সকালে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ হামলাকে ‘নাশকতামূলক তৎপরতা’ আখ্যায়িত করে দাবি করেছেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সৌদি তেল মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আল-মায়াদিন টিভি জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় জিযান তেল স্থাপনায় ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।  সৌদি গণমাধ্যমগুলো বৃহস্পতিবার রাতে খবর দিয়েছিল, দেশটির দক্ষিণাঞ্চলে ইয়েমেনের সেনাবাহিনী ড্রোন ব্যবহার করে অন্তত আটটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অবশ্য রিয়াদ দাবি করেছে, তারা ইয়েমেনি ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করেছে।

এর আগে গত শুক্রবার ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরবের রাজধানী রিয়াদে সেদেশের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় ড্রোন হামলা চালায়। ওই স্থাপনায় ড্রোন থেকে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় যার ফলে সেখানে আগুন ধরে যায়।

ইয়েমেনে সৌদি আরবের গত ছয় বছরের বেশি সময় ধরে চলা ভয়াবহ আগ্রাসনের জবাবে ইয়েমেন সাম্প্রতিক সময়ে সৌদির বিভিন্ন অবস্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়ে দিয়েছে। এর ফলে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান চলমান যুদ্ধ বন্ধ করতে একটি শান্তি প্রস্তাব উত্থাপন করেছেন। তবে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন ও প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, এতে বলার মতো নতুন কোনো কথা নেই।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।