সুয়েজ খালের সেই জাহাজ আংশিক ভাসানো সম্ভব হয়েছে
(last modified Mon, 29 Mar 2021 13:18:44 GMT )
মার্চ ২৯, ২০২১ ১৯:১৮ Asia/Dhaka
  • সুয়েজ খালে আটকে পড়া জাহাজ
    সুয়েজ খালে আটকে পড়া জাহাজ

সুয়েজ খালে আটকে পড়া জাপানের বিশাল জাহাজটির অংশ বিশেষ ভাসানো সম্ভব হয়েছে। এক সপ্তাহ আগে জাহাজটি আটলান্টিকের পথে যাওয়ার সময় সুয়েজ খালে আটকা পড়ে। খালের নাব্যতা কমে যাওয়ার কারণে জাহাজটি আটকে যায়।

জাহাজটির অংশ বিশেষ ভাসানো সম্ভব হওয়ায় আশা দেখা দিয়েছে যে, শিগগিরি বিশ্বের এই ব্যস্ততম রুট জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হবে।

৪০০ মিটার লম্বা এভারগ্রিন নামের এই জাহাজ আড়াআড়িভাবে সুয়েজ খালে আটকে পড়ার কারণে ওই রুটের দুই পাশে কয়েকশ জাহাজের জট তৈরি হয়েছে। জাহাজটি উদ্ধারের জন্য গত কয়েকদিন ধরে খননকাজ পরিচালনা করা হচ্ছে।

রুটটি বন্ধ থাকায় বহু জাহাজ আফ্রিকা হয়ে দীর্ঘপথ পাড়ি দিয়ে গন্ত্যবের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। গুরুত্বপূর্ণ এ রুট বন্ধ থাকার কারণে মিশর গত কয়েকদিনে বিপুল অংকের রাজস্ব হারিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৯

ট্যাগ