ইরাকে গোলাগুলিতে মোসাদ এজেন্ট ও ইসরাইলি সেনা নিহত: রিপোর্ট
https://parstoday.ir/bn/news/west_asia-i90072-ইরাকে_গোলাগুলিতে_মোসাদ_এজেন্ট_ও_ইসরাইলি_সেনা_নিহত_রিপোর্ট
ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থার কয়েকজন গুপ্তচর ইরাকে হামলার শিকার হয়েছে। ইরাকের কয়েকটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
এপ্রিল ১৪, ২০২১ ১৪:৫১ Asia/Dhaka
  • ইরাকে গোলাগুলিতে মোসাদ এজেন্ট ও ইসরাইলি সেনা নিহত: রিপোর্ট

ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থার কয়েকজন গুপ্তচর ইরাকে হামলার শিকার হয়েছে। ইরাকের কয়েকটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো বলছে, গোলাগুলিতে ইসরাইলের কয়েকজন সেনা নিহত অথবা আহত হয়েছে। এই ঘটনাকে ইসরাইলের জন্য বড় ধরনের বিপর্যয় বলে মনে করা হচ্ছে।

ইরাকের কয়েকটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সাবেরিন বার্তা সংস্থা জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলে মোসাদের গুপ্তচরদের জন্য ব্যবহৃত একটি ভবনে ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা গতকাল শেষ বেলায় হামলা চালায় এবং এতে মোসাদের কয়েকজন সদস্য হতাহত হয়। তবে ইরাকের কোন সংগঠন এই হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়।

ইরাকি গণমাধ্যম বলছে, গোলাগুলিতে ইসরাইলি বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত আহত হয়েছে। তবে ইরাকের উত্তরাঞ্চলের ঠিক কোথায় এ ঘটনা ঘটেছে এবং কতজন হতাহত হয়েছে ও সম্পদের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সূত্রগুলো সে সম্পর্কে বিস্তারিত জানাতে পারে নি।#

পার্সটুডে/এসআইবি/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।