ইরাকের হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮২ জনের মৃত্যু; ৩ দিনের শোক ঘোষণা
https://parstoday.ir/bn/news/west_asia-i90658
ইরাকের রাজধানী বাগদাদের ইবনে আল-খাতিব হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। আহত হয়েছে আরও অন্তত ১১০।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
এপ্রিল ২৫, ২০২১ ১৭:৪৮ Asia/Dhaka
  • ইরাকের হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮২ জনের মৃত্যু; ৩ দিনের শোক ঘোষণা

ইরাকের রাজধানী বাগদাদের ইবনে আল-খাতিব হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। আহত হয়েছে আরও অন্তত ১১০।

গুরুতর দগ্ধ হওয়াতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিচারের দাবি জানাচ্ছেন স্থানীয়রা।

হাসপাতাল সূত্র জানিয়েছে, অগ্নিকাণ্ডের সূত্রপাত অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের কারণে। হাসপাতালে কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া ফলস সিলিংয়ে দাহ্য বস্তুর মাধ্যমে তা ছড়িয়েছে।

ইবনে আল-খাতিব হাসপাতালের পরিচালক, প্রকৌশল ও রক্ষণাবেক্ষণ শাখার পরিচালককে বরখাস্ত করা হয়েছে। ইরাকি প্রধানমন্ত্রী মোস্তাফা আল কাজেমি বলেছেন, হাসপাতালে বিস্ফোরণের এই ঘটনা গোটা দেশের নিরাপত্তা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

ইরাকের হাসপাতালগুলো এমনিতেই করোনাভাইরাস মহামারির ধকল সামলে উঠতে হিমশিম খাচ্ছে। তিনি এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছেন। পাশাপাশি দ্রুততার সঙ্গে ঘটনার তদন্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।#   

পার্সটুডে/এসএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।