ইরাকে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানের বৈঠকের কথা নাকচ করল তেহরান
https://parstoday.ir/bn/news/west_asia-i90786-ইরাকে_মার্কিন_কর্মকর্তাদের_সঙ্গে_ইরানের_বৈঠকের_কথা_নাকচ_করল_তেহরান
ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানি কর্মকর্তাদের বৈঠকের খবর নাকচ করেছে তেহরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৭, ২০২১ ২৩:০৮ Asia/Dhaka
  • সাঈদ খাতিবজাদে
    সাঈদ খাতিবজাদে

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানি কর্মকর্তাদের বৈঠকের খবর নাকচ করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিএআইর পরিচালকের সঙ্গে যে বৈঠকের কথা খবর আকারে প্রকাশ করা হয়েছে তা ভুয়া সংবাদ। তিনি বলেন, এটি হচ্ছে হলুদ সংবাদিকতার উদাহরণ।

ইরানের তাসনিম নিউজকে মুখপাত্র খাতিবযাদে বলেন, ‘নাইটন ফোরটি ফাইভ’ ওয়েবসাইটের সাংবাদিক মাইকেল রবিন গতকাল প্রকাশিত এক রিপোর্টে দাবি করেছেন যে, সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্নসের সঙ্গে বাগদাদে ইরানি কর্মকর্তারা বৈঠক করেছেন।  

তাসনিম নিউজ এক রিপোর্টে জানান, ইরানি প্রতিনিধিদল বাগদাদে যাওয়ার কয়েক দিন আগে বার্নস চলে যান। ইরানি এই প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।#

পার্সটুডে/এসআইবি/২৭