গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় ৮ শিশুসহ ১০ জনের শাহাদাৎ
https://parstoday.ir/bn/news/west_asia-i91666-গাজায়_শরণার্থী_শিবিরে_ইসরাইলি_হামলায়_৮_শিশুসহ_১০_জনের_শাহাদাৎ
ফিলিস্তিনের গাজার শাতি শরণার্থী শিবিরে ইসরাইলি জঙ্গিবিমানের হামলায় আট শিশুসহ ১০ জন শাহাদাৎবরণ করেছেন। আজ (শনিবার) খুব ভোরে শরণার্থী শিবিরে বোমা ফেলা হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৫, ২০২১ ১৭:১৮ Asia/Dhaka
  • গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় ৮ শিশুসহ ১০ জনের শাহাদাৎ

ফিলিস্তিনের গাজার শাতি শরণার্থী শিবিরে ইসরাইলি জঙ্গিবিমানের হামলায় আট শিশুসহ ১০ জন শাহাদাৎবরণ করেছেন। আজ (শনিবার) খুব ভোরে শরণার্থী শিবিরে বোমা ফেলা হয়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, এই বর্বর হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। শহীদের সংখ্যা আরও বাড়তে পারে।

গাজার আশ-শিফা হাসপাতালের চিকিৎসক নাবিল আবু আর-রিশ বলেছেন, আহতদের মধ্যে একটি নবজাতকও রয়েছে। এছাড়া আবু হাতাব পরিবারের বাসভবনটির ধ্বংসাবশেষের নিচে আরও মৃতদেহ থাকতে পারে। তিনি আরও বলেন, এটা শতভাগ গণহত্যা।

ইসরাইলি হামলা প্রসঙ্গে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, কোনো ধরণের পূর্ব সতর্কতা ছাড়াই সেখানে বোমাবর্ষণ করা হয়েছে। ভবনটিকে পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।

গাজায় গত কয়েক দিনের ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১৩৯ জন শহীদ হয়েছেন। এর মধ্যে ৩৯ শিশু রয়েছে।

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।