ফিলিস্তিনের সমর্থনে সারাজেভো এবং এথেন্সে বিক্ষোভ মিছিল
মে ১৬, ২০২১ ১৬:২৬ Asia/Dhaka
ফিলিস্তিনের সমর্থনে সারাজেভো এবং এথেন্সে বিক্ষোভ মিছিল করেছে এ দু'দেশের জনগণ। বিক্ষোভকারীরা নিপীড়িত ফিলিস্তিনি জনগণের অধিকার পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে স্লোগান দেয় এবং ফিলিস্তিনি শিশু-হত্যার বিচার দাবী করে।
তারা ইসরাইল ধ্বংস হোক নিপাত যাক স্লোগান দিয়ে ফিলিস্তিনিদের পাশে থাকার ঘোষণা দেয়। প্রতিবাদকারীরা জড়ো হয়ে ‘ফিলিস্তিন মুক্ত কর, মুক্ত কর’ এবং ‘গাজা মুক্ত কর’বলে স্লোগান দেয়।
ইসরায়েলি বিমানগুলো ফের গাজায় হামলায় চালায়, ইসরায়েলের দিকে রকেট ছুড়ে এর জবাব দেয় হামাসের যোদ্ধারা।#
পার্সটুডে/মো.আবুসাঈদ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ