তুরস্কে পিকেকের সঙ্গে সংঘর্ষ এবং হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ সেনা নিহত
মে ১৩, ২০১৬ ১৪:১০ Asia/Dhaka
তুরস্কে পিকেকে গেরিলাদের সঙ্গে সংঘর্ষ এবং সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ তুর্কি সেনা নিহত হয়েছে। দেশটির সামরিক বাহিনী আজ (শুক্রবার) তথ্য জানিয়েছে।
ইরাক সীমান্তবর্তী তুর্কি অঞ্চলে নিষিদ্ধ ঘোষিত পিকেকে গেরিলাদের সঙ্গে সংঘর্ষে ৬ সেনা নিহত ও ৮ সেনা আহত হয়েছে। আজ খুব ভোরে তুরস্কের হাকারি প্রদেশের চুকুরা শহরের কাছে এ সংঘর্ষ হয় বলে সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে। এতে পিকেকে'র ২১ গেরিলা নিহত হয়েছে।
এরপর সেনা সদস্যদের সহায়তার জন্য একটি হেলিকপ্টার পাঠানো হলে তা বিধ্বস্ত হয়ে দুই সামরিক পাইলট নিহত হয়। তুর্কি সামরিক বাহিনী বলেছে, কারিগরি ক্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।#
মূসা রেজা/১৩
ট্যাগ