মে ২৩, ২০২১ ১৯:০১ Asia/Dhaka
  • নাখালা (বামে) ও হানিয়া (ডানে)
    নাখালা (বামে) ও হানিয়া (ডানে)

ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালা আজ (রোববার) ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে ফোনে কথা বলেছেন।

এ সময় তারা ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ সংগঠনগুলোর বিজয়ে পরস্পরকে শুভেচ্ছা জানান।

 নাখালা ও হানিয়া ফোনালাপে বলেন, ফিলিস্তিনিদের 'সোর্ড অব কুদস' অভিযান ফিলিস্তিনি জাতি, প্রতিরোধ সংগ্রাম, আরব ও মুসলিম উম্মাহ এবং বিশ্বের সব স্বাধীনচেতা মানুষের জন্য বড় বিজয় এনে দিয়েছে।

গাজা যুদ্ধ পরবর্তী পরিস্থিতি অতীতের চেয়ে সম্পূর্ণ ভিন্ন বলে তারা মন্তব্য করেন।

গাজায় ইসরাইলি বাহিনীর যুদ্ধবিরতি করতে রাজি হওয়ার পর প্রধান দুই সংগঠনের শীর্ষ নেতা ফোনে কথা বললেন।

১২ দিনের ইসরাইলি হামলায় গাজার ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ফিলিস্তিনিদের দৃঢ় প্রতিরোধের কাছে দখলদারেরা হার মানতে বাধ্য হয়। হামাস ও ইসলামী জিহাদের ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র দেখে ইসরাইলি বাহিনী হতচকিত হয়ে পড়ে।

আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইসরাইলের দূরবর্তী শহরেও বহু ক্ষেপণাস্ত্র আঘাত হানে।#

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ