রিয়াদে ওআইসি ও আরব লীগের যৌথ শীর্ষ সম্মেলন
গাজা ও লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ করার আহ্বান জানালেন মুসলিম নেতৃবৃন্দ
মুসলিম ও আরব বিশ্বের নেতারা অবরুদ্ধ গাজা উপত্যকা ও লেবাননে ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তারা গতকাল (সোমবার) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এক জরুরি শীর্ষ সম্মেলন থেকে এ আহ্বান জানান।
সম্মেলনে দেয়া ভাষণে ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধ করার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানান সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান।
সম্মেলনে আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইতও গাজা ও লেবাননে ইসরাইলি আগ্রাসনে নিন্দা জানিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণের চলমান দুর্দশা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি বলেন, চলমান ইসরাইলি আগ্রাসনের ফলে ফিলিস্তিনে একটি টেকসই শান্তি প্রতিষ্ঠার পথ রুদ্ধ হয়ে পড়েছে।
রিয়াদ সম্মেলনে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরাইলি আগ্রাসনের মুখে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর জন্য আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান।
সম্মেলনে জর্দানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ গাজায় ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধকে লেবাননে টেনে নিয়ে যাওয়ার নিন্দা জানিয়ে বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় আরো বেশী মানবিক ত্রাণ পাঠানোর সুযোগ দিতে হবে।
মুসলিম নেতাদের সম্মেলনে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি সতর্ক করে দিয়ে বলেন যে, লেবানন তার ইতিহাসে সবচেয়ে খারাপ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্ব ব্যাংকের প্রতিবেদন তুলে ধরে মিকাতি জানান, এখন পর্যন্ত তার দেশে ইসরাইলি আগ্রাসনে ৮৫০ কোটি ডলারের ক্ষতি হয়েছে।
ইরানের প্রস্তাবে অনুষ্ঠিত রিয়াদ সম্মেলনে অন্তত ৫০টি আরব ও মুসলিম দেশের নেতারা অংশগ্রহণ করেন। ব্যস্ততার কারণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রিয়াদ সম্মেলনে অংশ নিতে না পারলেও প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফ এ সম্মেলনে যোগ দিয়েছেন।#
পার্সটুডে/এমএমআই/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।