তুরস্ক আরো ১৩৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস আবিষ্কার করেছে: এরদোগান
https://parstoday.ir/bn/news/west_asia-i92654
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জানিয়েছেন, তার দেশ কৃষ্ণসাগরে আরো ১৩৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস আবিষ্কার করেছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ০৫, ২০২১ ০৯:৩২ Asia/Dhaka
  • গ্যাস আবিষ্কারের ঘোষণা দিচ্ছেন এরদোগান
    গ্যাস আবিষ্কারের ঘোষণা দিচ্ছেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জানিয়েছেন, তার দেশ কৃষ্ণসাগরে আরো ১৩৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস আবিষ্কার করেছে।

এই নিয়ে ওই এলাকায় তুরস্কের গ্যাস আবিষ্কারের পরিমাণ দাঁড়ালো ৫৪০ বিলিয়ান ঘনমিটারে। কৃষ্ণ সাগরের দক্ষিণাঞ্চলে গ্যাসের এই বিশাল মজুদ আবিষ্কার করেছে তুরস্ক।

গত বছর তুরস্কের তেল-গ্যাস অনুসন্ধানকারী জাহাজ ফাতিহ কৃষ্ণ সাগরের পশ্চিমাঞ্চলে ৪০৫ বিলিয়ান ঘনমিটার প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করেছিল। এটি ছিল তুরস্কের ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার।

গতকাল (শুক্রবার) কৃষ্ণসাগর প্রদেশে এক অনুষ্ঠানে নতুন করে ১৩৫ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার কথা জানান এরদোগান।

তিনি বলেন, "তেল-গ্যাস অনুসন্ধান এখনো চলছে। আমরা আশা করি ওই অঞ্চল থেকে আরো নতুন ভালো খবর আসবে।"#

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।