ইসরাইলের মহাকাশ সংস্থার সাবেক প্রধান সংঘর্ষে নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i92734-ইসরাইলের_মহাকাশ_সংস্থার_সাবেক_প্রধান_সংঘর্ষে_নিহত
ইহুদিবাদী ইসরাইলের মহাকাশ সংস্থার সাবেক প্রধান এভি হার-ইভেন একর শহরে আরব এবং ইহুদীদের মধ্যে সংঘর্ষে মারাত্মক আহত হওয়ার পর গত রাতে তিনি মারা গেছেন। গত মাসে ওই সংঘর্ষ হয় এবং তাতে আগুনে পুড়ে এবং ধোঁয়ায় মারাত্মক আহত হওয়ার পর বন্দরনগরী হাইফার রাম্বা হেলথ কেয়ার ক্যাম্পাসে ভর্তি করা হয়।
(last modified 2025-10-11T13:22:26+00:00 )
জুন ০৭, ২০২১ ১৪:৫৮ Asia/Dhaka
  • এভি হার-ইভেন
    এভি হার-ইভেন

ইহুদিবাদী ইসরাইলের মহাকাশ সংস্থার সাবেক প্রধান এভি হার-ইভেন একর শহরে আরব এবং ইহুদীদের মধ্যে সংঘর্ষে মারাত্মক আহত হওয়ার পর গত রাতে তিনি মারা গেছেন। গত মাসে ওই সংঘর্ষ হয় এবং তাতে আগুনে পুড়ে এবং ধোঁয়ায় মারাত্মক আহত হওয়ার পর বন্দরনগরী হাইফার রাম্বা হেলথ কেয়ার ক্যাম্পাসে ভর্তি করা হয়।

ইসরাইলের ইংরেজি দৈনিক টাইমস অব ইসরাইল জানিয়েছে, একর শহরে সংঘর্ষের সময় এফেন্দি হোটেলে অবস্থান করছিলেন এভি হার-ইভেন। ওই সময় হোটেলটিতে আগুন লাগিয়ে দেয়া হয় এবং আগুনে তিনি মারাত্মক আহত হন।

ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন শুরু করলে এবার নজিরবিহীনভাবে আরব ও ইহুদিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তার জের ধরে একর শহরে আরব এবং ইহুদিদের মধ্যে মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটে।

হার-ইভেন দীর্ঘদিনের সামরিক ক্যারিয়ার শুরু করেছিলেন ইহুদিবাদী ইসরাইলের আর্টিলারি কোরে যোগদানের মাধ্যমে। সামরিক বাহিনীতে ভর্তির পর তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি আর্টিলারি রিসার্চ ডেভলপমেন্টের একজন কর্মকর্তা হিসেবে কাজ করেন।#

পার্সটুডে/এসআইবি/৭