পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের হামলা; ফিলিস্তিনি কিশোর শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i92980-পশ্চিম_তীরে_ইসরাইলি_সেনাদের_হামলা_ফিলিস্তিনি_কিশোর_শহীদ
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে  ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হামলায় আরো এক কিশোর শহীদ হয়েছে। পশ্চিম তীরের নাবলুস শহরের বেইতা এলাকায় গতকাল (শুক্রবার) ইসরাইলের দখলদারিত্ব ও বর্বতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করতে গেলে ইসরাইলি সেনারা গুলি চালায় এবং তাতেই এই কিশোর শহীদ হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১২, ২০২১ ১৩:৪৬ Asia/Dhaka
  • শহীদ ফিলিস্তিনি
    শহীদ ফিলিস্তিনি

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে  ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হামলায় আরো এক কিশোর শহীদ হয়েছে। পশ্চিম তীরের নাবলুস শহরের বেইতা এলাকায় গতকাল (শুক্রবার) ইসরাইলের দখলদারিত্ব ও বর্বতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করতে গেলে ইসরাইলি সেনারা গুলি চালায় এবং তাতেই এই কিশোর শহীদ হয়।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইসরাইলি সেনাদের গুলিতে মুহাম্মাদ সাঈদ হামায়েল নাম ১৫ বছরের এক কিশোর শহীদ হয়। ফিলস্তিনের বার্তা সংস্থা ‘ওয়াফা’ জানায়, ইহুদিবাদী সেনাদের হামলায় অন্তত ৯৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এর মধ্যে ১১ জন আহত হয়েছেন ইসরাইলি সেনাদের ব্যবহার করা তাজা গুলিতে।

ইসরাইলি সেনারা গতকালের ঘটনাকে শত শত ফিলিস্তিনির সঙ্গে সহিংস দাঙ্গা বলে উল্লেখ করেছে।  

এদিকে, নাবলুস শহরের বেইত দাজান এলাকায় ইহুদি বসতি নির্মাণের বিরুদ্ধে মিছিল বের করলে সেখানে রাবার বুলেট ও শ্বাস বন্ধকারী টিয়ার গ্যাস দিয়ে হামলা চালায় ইহুদিবাদী সেনারা। ওই হামলায় অন্তত আট ফিলিস্তিনি আহত হন।#

পার্সটুডে/এসআইবি/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।