এবারও হজে যাওয়ার সুযোগ নেই বিদেশিদের
https://parstoday.ir/bn/news/west_asia-i92998-এবারও_হজে_যাওয়ার_সুযোগ_নেই_বিদেশিদের
সৌদি আরব সরকার এবারও করোনাভাইরাস বিধিনিষেধের কারণে শুধু তাদের নাগরিক এবং দেশটিতে বসবাসরতদের হজ করার সুযোগ দেবে। এ বছর সর্বমোট ৬০ হাজার ব্যক্তি হজ করতে পারবেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১২, ২০২১ ১৭:৩৭ Asia/Dhaka
  • এবারও হজে যাওয়ার সুযোগ নেই বিদেশিদের

সৌদি আরব সরকার এবারও করোনাভাইরাস বিধিনিষেধের কারণে শুধু তাদের নাগরিক এবং দেশটিতে বসবাসরতদের হজ করার সুযোগ দেবে। এ বছর সর্বমোট ৬০ হাজার ব্যক্তি হজ করতে পারবেন।

সৌদি কর্তৃপক্ষ বিভিন্ন দেশকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়ে দিয়েছে। রিয়াদ বলেছে, এবার বিহর্বিশ্ব থেকে কোনো হাজযাত্রী নেবে না তারা।

এবারের হজ নিয়ে প্রথমদিকে টিকা নেয়া কিছু বিদেশিকে হজের অনুমতি দেয়ার পরিকল্পনা ছিল সৌদি কর্তৃপক্ষের। কিন্তু টিকার ধরন ও কার্যকারিতা নিয়ে সন্দেহ এবং করোনার নতুন ধরনের বিস্তার বিবেচনায় সেই পরিকল্পনা বাদ দেয়া হয়। 

মহামারি শুরুর আগে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় হজ পালনের জন্য ২৫ লাখের বেশি মানুষ সমবেত হতেন।

হজ থেকে সৌদি আরবের প্রতিবছর  সহস্রাধিক কোটি মার্কিন ডলার আয় হতো। করোনাভাইরাসের কারণে সৌদি আরব এ ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা অনুযায়ী দেশটি ২০২০ সাল নাগাদ ওমরাহ ও হজের জন্য আগত মুসল্লিদের সংখ্যা দুই কোটিতে উন্নীত করতে চেয়েছিল। আর ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা তিন কোটিতে নিয়ে যেতে চেয়েছিল তারা।

এই পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সাল নাগাদ শুধু হজ থেকেই ১৩ দশমিক ৩২ বিলিয়ন আয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল সৌদি আরব। কিন্তু করোনাভাইরাসের কারণে এ পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।#  

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।