উগ্র ইহুদিবাদীদের পতাকা মিছিল আগামীকাল; মসজিদুল আকসায় সমবেত হওয়ার আহ্বান
https://parstoday.ir/bn/news/west_asia-i93098-উগ্র_ইহুদিবাদীদের_পতাকা_মিছিল_আগামীকাল_মসজিদুল_আকসায়_সমবেত_হওয়ার_আহ্বান
কট্টর ইহুদিবাদী সংগঠনগুলোর নেতা-কর্মী ও ফিলিস্তিনে ইসরাইলের অবৈধ বসতি স্থাপন কার্যক্রমের সমর্থকদের পতাকা মিছিলের দিন সব ফিলিস্তিনিকে মসিজদুল আকসায় সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৪, ২০২১ ২০:০২ Asia/Dhaka
  • উগ্র ইহুদিবাদীদের পতাকা মিছিল আগামীকাল; মসজিদুল আকসায় সমবেত হওয়ার আহ্বান

কট্টর ইহুদিবাদী সংগঠনগুলোর নেতা-কর্মী ও ফিলিস্তিনে ইসরাইলের অবৈধ বসতি স্থাপন কার্যক্রমের সমর্থকদের পতাকা মিছিলের দিন সব ফিলিস্তিনিকে মসিজদুল আকসায় সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন।

ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের আহ্বানের পর ইসলামী জিহাদও আলাদা বিবৃতিতে দিয়ে আজ (সোমবার) এ আহ্বান জানিয়েছে। সংগঠনটি বলেছে, পতাকা মিছিল আয়োজন উসকানিমূলক ও বিপজ্জনক পদক্ষেপ। ১৯৪৮ সালের ভূখণ্ড, পশ্চিম তীর ও জেরুজালেমের সব ফিলিস্তিনিকে মসজিদুল আকসায় আসতে অনুরোধ করেছে তারা।

বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমের ওল্ড সিটিতে আগামীকাল (মঙ্গলবার) পতাকা মিছিলের আয়োজন করতে যাচ্ছে ইহুদিবাদীরা। বায়তুল মুকাদ্দাসের ওল্ড সিটির দামেস্ক গেট ও ফিলিস্তিনি মুসলিম-অধ্যুষিত বিভিন্ন এলাকার ভেতর দিয়ে আগামীকাল এ মিছিল যাবে বলে কথা রয়েছে। এর মাধ্যমে মুসলমানদের অপমান করার চেষ্টা করছে দখলদার ইহুদিবাদীরা।

হামাসও আলাদা এক বিবৃতিতে এই কর্মসূচিকে ঘিরে নতুন করে সহিংসতা শুরুর আশঙ্কা ব্যক্ত করেছে। একইসঙ্গে সবাইকে বায়তুল মুকাদ্দাসে উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছে।

গত বৃহস্পতিবার এ মিছিল করার ঘোষণা দিয়েছিল কয়েকটি উগ্র ডানপন্থী ইসরাইলের উগ্র সংগঠনগুলো। তবে সে সময় এই মিছিলের অনুমতি দেওয়া হয়নি।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।