ফিলিস্তিনি বন্দী মুক্ত করার উপায় জানা আছে: হামাস নেতা
https://parstoday.ir/bn/news/west_asia-i94166-ফিলিস্তিনি_বন্দী_মুক্ত_করার_উপায়_জানা_আছে_হামাস_নেতা
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা খালেদ মিশাল বলেছেন, দখলদার ইসরাইলের সঙ্গে বন্দি বিনিময় ইস্যুটির কোনো অগ্রগতি হয়নি, তবে প্রতিরোধ সংগ্রামীরা জানে দখলদার ইসরাইলের হাত থেকে কীভাবে বন্দি মুক্ত করতে হয়।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুলাই ০৫, ২০২১ ১৬:০১ Asia/Dhaka
  • খালেদ মিশয়াল
    খালেদ মিশয়াল

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা খালেদ মিশাল বলেছেন, দখলদার ইসরাইলের সঙ্গে বন্দি বিনিময় ইস্যুটির কোনো অগ্রগতি হয়নি, তবে প্রতিরোধ সংগ্রামীরা জানে দখলদার ইসরাইলের হাত থেকে কীভাবে বন্দি মুক্ত করতে হয়।

তিনি আরো বলেন, ফিলিস্তিনিরা ‘ডিল অব দ্য সেঞ্চুরি’-এর মতো ষড়যন্ত্র ও শেখ জাররাহ নিয়ে অপতৎপরতা সাহসিকতার সঙ্গে মোকাবেলা করতে পেরেছে। অন্যান্য ষড়যন্ত্রও মোকাবেলা করা সম্ভব হবে।

তিনি বলেন, যেসব দেশ দখলদার ইসরাইলের মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী তারা ভুল করছে। মুসলিম উম্মাহর জন্য দখলদার ইসরাইল এক মহাবিপদ বলে তিনি মন্তব্য করেন।

সম্প্রতি দখলদার ইসরাইল ঘোষণা করেছে, ফিলিস্তিনিরা তাদের সব বন্দিকে মুক্তি না দেয়া পর্যন্ত ক্রসিং পয়েন্ট খোলার অনুমতি দেওয়া হবে না এবং আন্তর্জাতিক কোনো সাহায্য‌ গাজায় যেতে পারবে না। এছাড়া তারা গাজার পুনর্গঠনের কাজও আটকে দেবে।

এছাড়া, ইহুদিবাদী ইসরাইল হামাসের শর্ত শিথিল করার দাবি জানিয়ে বলেছে, হামাস যে সংখ্যক বন্দির মুক্তি চাচ্ছে সেটা গ্রহণযোগ্য নয়, বন্দির সংখ্যা কমাতে হবে। তবে হামাস দখলদার ইসরাইলের এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, দখলদার ইসরাইল অন্য ইস্যুগুলোকে বন্দি বিনিময়ের সঙ্গে সম্পর্কযুক্ত করার চেষ্টা করছে যা গ্রহণযোগ্য নয় এবং কেবলমাত্র বন্দির বিনিময়ে বন্দি মুক্তি দেয়া হবে।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।