ইরানি তেলের অর্থ পরিশোধ করেছে লেবাননের শিয়া ব্যবসায়ীরা
(last modified Fri, 20 Aug 2021 04:51:52 GMT )
আগস্ট ২০, ২০২১ ১০:৫১ Asia/Dhaka
  • ইরান থেকে লেবাননে পাঠানো হয়েছে তেলের চালান (ফাইল ফটো)
    ইরান থেকে লেবাননে পাঠানো হয়েছে তেলের চালান (ফাইল ফটো)

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, লেবাননের উদ্দেশ্যে তেহরান যে তেলের চালান পাঠিয়েছে তার মূল্য পরিশোধ করেছে লেবাননের কয়েকজন শিয়া ব্যবসায়ী। গতকাল লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এই তেলের চালানোর কথা জানান।

সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ যে তেলের চালানের কথা বলেছেন তার  সবই কিনেছেন লেবাননের শিয়া ব্যবসায়ীদের একটি দল। সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সম্পর্কযুক্ত ইরানের নূর নিউজ একথা জানিয়েছে।

অন্যদিকে, পাশ্চাত্য ও তাদের আঞ্চলিক মিত্রদেশগুলোর গণমাধ্যমগুলো দাবি করছে, ইরানের পক্ষ থেকে লেবাননকে এ তেল উপহার হিসেবে দেয়া হচ্ছে অথবা লেবাননের সরকার ইরানের কাছ থেকে এই তেল কিনেছে।

নুর নিউজ তাদের টুইটার অ্যাকাউন্ট বলেছে, লেবাননের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে ইরান এবং হিজবুল্লার পক্ষ থেকে তেল লেনদেনের যে শক্তিশালী পদক্ষেপ নেয়া হয়েছে তাতে প্রতিরোধ ফ্রন্টের শত্রুরা মারাত্মকভাবে ক্ষুব্ধ হয়েছে।

এর আগে লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ সুস্পষ্টভাবে ঘোষণা করেছিলেন, ইরান থেকে যেসব জাহাজে করে তেল আনা হচ্ছে তাকে হিজবুল্লাহ সমুদ্রে লেবাননের ভূখণ্ড হিসেবে বিবেচনা করছে।

ভেনিজুয়েলার ওপর আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করেও ইরান কয়েক জাহাজ তেল পাঠিয়েছিল।#

পার্সটুডে/এসআইবি/২০

ট্যাগ