তুরস্কের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নাকচ করল সিরিয়া
(last modified Tue, 07 Sep 2021 11:29:38 GMT )
সেপ্টেম্বর ০৭, ২০২১ ১৭:২৯ Asia/Dhaka
  • সিরিয়া সীমান্তে মোতায়েন তুর্কি সমরাস্ত্র (ফাইল ফটো)
    সিরিয়া সীমান্তে মোতায়েন তুর্কি সমরাস্ত্র (ফাইল ফটো)

তুরস্কের সঙ্গে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করেছে সিরিয়া। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ জানিয়েছে,খুব শিগগিরই ইরাকের রাজধানী বাগদাদে দুই দেশের গোয়েন্দা প্রধানের মধ্যে বৈঠক হতে যাচ্ছে বলে যে খবর বেরিয়েছে তা ভিত্তিহীন। তুরস্কের সঙ্গে এ ধরণের কোনো বৈঠকের সম্ভাবনা নেই।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে উদ্ধৃত করে ‘সানা’ আরও জানিয়েছে,সিরিয়া তুরস্কের সরকারকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক বলে মনে করে।

তুরস্কের কারণেই এই অঞ্চল ও বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে বলে ঐ কর্মকর্তা মন্তব্য করেছেন।

তার মতে, তুরস্ক সন্ত্রাসবাদ মোকাবেলা বিষয়ক আন্তর্জাতিক ইশতেহারগুলো অমান্য করছে। কাজেই সন্ত্রাসবাদ দমন নিয়ে তাদের সঙ্গে আলোচনা করে লাভ নেই।

সম্প্রতি দৈনিক ‘তুর্কিয়ে গেজেটেসি’ এক প্রতিবেদনে দাবি করেছে,শিগগিরই বাগদাদে বসতে যাচ্ছেন তুরস্কের জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা প্রধান হাকান ফিদান এবং সিরিয়ার গোয়েন্দা প্রধান আলী মামলুক।

সিরিয়ায় সহিসংতা ছড়িয়ে দেওয়ার পেছনে তুরস্কেরও ভূমিকা রয়েছে বলে দামেস্ক দাবি করে আসছে। বর্তমানে এই দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই বরং উত্তেজনা রয়েছে।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ