সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে পুনঃগ্রেপ্তার ৬ ফিলিস্তিনি মুক্তির প্রতীক: জিহাদ আন্দোলন
https://parstoday.ir/bn/news/west_asia-i97628-সুড়ঙ্গ_খুঁড়ে_পালিয়ে_পুনঃগ্রেপ্তার_৬_ফিলিস্তিনি_মুক্তির_প্রতীক_জিহাদ_আন্দোলন
সুড়ঙ্গ খুঁড়ে দখলদার ইসরাইলের কারাগার থেকে নিজেদেরকে মুক্ত করার পর আবারও গ্রেপ্তার হয়েছেন ছয় ফিলিস্তিনি। এই ছয় বন্দিকে স্বাধীনতা ও মুক্তির প্রতীক হিসেবে ঘোষণা করেছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০২১ ২০:৫৫ Asia/Dhaka
  • জিয়ান আন নাখালা
    জিয়ান আন নাখালা

সুড়ঙ্গ খুঁড়ে দখলদার ইসরাইলের কারাগার থেকে নিজেদেরকে মুক্ত করার পর আবারও গ্রেপ্তার হয়েছেন ছয় ফিলিস্তিনি। এই ছয় বন্দিকে স্বাধীনতা ও মুক্তির প্রতীক হিসেবে ঘোষণা করেছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন।

সংগঠনটির মহাসচিব জিয়াদ আন-নাখালা তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, 'আপনারা আবারও মুক্তির জন্য অপেক্ষা করুন। জেনিন থেকে গাজা পর্যন্ত সব মানুষ এবং প্রতিরোধ সংগ্রাম আপনাদের সঙ্গে আছে।'

তিনি আরও বলেন, 'আপনারা ফিলিস্তিনি জনগণের পাশাপাশি গোটা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করেছেন।'

ইসলামী জিহাদ আন্দোলনের পাঁচজন এবং ফাতাহর একজন বন্দী গত সাত সেপ্টেম্বর ইসরাইলের কঠোর নিরাপত্তা বেষ্টিত কারাগার থেকে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যেতে সক্ষম হন। তাদের বিরুদ্ধে দীর্ঘ মেয়াদের কারাদণ্ড দিয়ে রেখেছে দখলদার ইসরাইলি কর্তৃপক্ষ।

ব্যাপক তল্লাশির পর ইসরাইলি বাহিনী ঐ ছয় ফিলিস্তিনিকে আবারও গ্রেপ্তার করেছে। তাদের ওপর নির্যাতন চলছে বলেও খবর এসেছে।#    

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।