এক দশকের মধ্যে সিরিয়ায় যাচ্ছে জর্দানের বিমান
(last modified Wed, 29 Sep 2021 09:47:36 GMT )
সেপ্টেম্বর ২৯, ২০২১ ১৫:৪৭ Asia/Dhaka
  • রাজকীয় জর্দান এয়ারলাইন্সের একটি বোয়িং বিমান
    রাজকীয় জর্দান এয়ারলাইন্সের একটি বোয়িং বিমান

সিরিয়ায় রাজকীয় জর্দান এয়ারলাইন্সের বিমানের ফ্লাইট আবার চালু হচ্ছে। গত প্রায় এক দশকের মধ্যে এই প্রথম আম্মান থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে বিমানের ফ্লাইট যাবে।

সম্প্রতি দুই প্রতিবেশী দেশের মধ্যে সই হওয়া চুক্তির আওতায় আবার বিমান চলাচল শুরু হবে। নতুন চুক্তির ফলে দু দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা এবং ব্যবসা-বাণিজ্যও শুরু হবে।

জর্দানের পেত্রা নিউজ এজেন্সি জানিয়েছে, আম্মানে দু দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর বিমান চলাচলের সিদ্ধান্ত জানানো হয়। সিরিয়া ও জর্দানের মধ্যে বাণিজ্য, পরিবহন চলাচল, জ্বালানি এবং কৃষি বিষয়ক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ওই বৈঠক হয়।  

জর্দানের রাষ্ট্র পরিচালিত টেলিভিশন চ্যানেল মামলাকা জানিয়েছে, আগামী ৩ অক্টোবর থেকে দামেস্কে বিমানের ফ্লাইট যাওয়া শুরু হবে। এ খবরকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি স্বাগত জানিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/২৯ 

ট্যাগ