‘যেখান থেকে খুশি অস্ত্র কিনব, কেউ বাধা দিতে পারবে না’
(last modified Thu, 30 Sep 2021 11:24:09 GMT )
সেপ্টেম্বর ৩০, ২০২১ ১৭:২৪ Asia/Dhaka
  • ‘যেখান থেকে খুশি অস্ত্র কিনব, কেউ বাধা দিতে পারবে না’

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আমেরিকার পক্ষ থেকে অহেতুক উত্তেজনা সৃষ্টির কারণেই তার সরকার রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে।

তিনি বলেন, আমেরিকার যদি আংকারার কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রি করতো তাহলে তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনতো না।

দৈনিক নিউইয়র্ক টাইমস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এরদোগান এসব কথা বলেছেন। গতকাল (বুধবার) তার সাক্ষাৎকার নিউইয়র্ক টাইমসে প্রকাশিত হয়। সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনে তিনি ন্যাটো জোটকে ছোট করেন নি।

এরদোগান

এরদোগান বলেন, “আমরা আমাদের প্রয়োজন মেটাতে অস্ত্র কিনেছি এবং কোন দেশ থেকে কোন অস্ত্র কিনছি সেটি সম্পূর্ণ আমাদের ব্যাপার। আমরা যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের শক্তি বাড়াতে পারি।”

এর আগে গত শনিবার সিবিএস টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এরদোগান বলেছিলেন, রাশিয়া থেকে অস্ত্র কেনা অব্যাহত রাখবে তুরস্ক এবং কেউ তাতে বাধা দিতে পারবে না।#

পার্সটুডে/এসআইবি/৩০ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।