রইয়ান বিশ্ব প্রতিযোগিতায় ইরানিদের সাফল্য, নেতানিয়াহু একজন খুনি: এরদোগান
https://parstoday.ir/bn/news/world-i154554-রইয়ান_বিশ্ব_প্রতিযোগিতায়_ইরানিদের_সাফল্য_নেতানিয়াহু_একজন_খুনি_এরদোগান
পার্সটুডে-ইরানিদের উজ্জ্বল সাফল্যের সাথে শেষ হয়েছে রইয়ান আন্তর্জাতিক প্রোগ্রামিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতা।
(last modified 2025-11-30T13:57:38+00:00 )
নভেম্বর ৩০, ২০২৫ ১১:২৫ Asia/Dhaka
  • রইয়ান ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ইরানিদের উজ্জ্বল সাফল্য
    রইয়ান ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ইরানিদের উজ্জ্বল সাফল্য

পার্সটুডে-ইরানিদের উজ্জ্বল সাফল্যের সাথে শেষ হয়েছে রইয়ান আন্তর্জাতিক প্রোগ্রামিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতা।

গতকাল শনিবার রইয়ান আন্তর্জাতিক প্রোগ্রামিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান হয়েছে। ইরানের শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে বিশ্বের ২৫টি দেশের অংশগ্রহণকারীদের উপস্থিতিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রাথমিক পর্যায়ে, ইউরোপের ৪৬টি, এশিয়ার ৩৮টি, আফ্রিকার ২৪টি , আমেরিকার ১৮টি এবং ওশেনিয়ার ১১টি দেশ অংশগ্রহণ করে।

পার্সটুডে লিখেছে, প্রতিযোগিতার প্রোগ্রামিং বিভাগে ইরানি প্রতিযোগীরা প্রথম, পঞ্চম, অষ্টম এবং দশম স্থান অর্জন করেছে।

ইরানি অংশগ্রহণকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগে তিনটি শীর্ষ খেতাব জিতেছে। প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারী বিজয়ী ১৫,০০০ ডলার, দ্বিতীয় স্থান অধিকারী ১০,০০০ ডলার এবং তৃতীয় স্থান অধিকারী ৫,০০০ ডলার পাবে, যেখানে চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেকে ২,০০০ ডলার করে পাবে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বলপ্রয়োগের হুমকি ট্রাম্পের

কারাকাস এবং ওয়াশিংটনের সংকটের পর ওয়াল স্ট্রিট জার্নাল শনিবার জানিয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে হুমকি দিয়ে বলেছে, স্বেচ্ছায় পদত্যাগ না করলে বলপ্রয়োগ করা হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প এবং মাদুরো তাদের ঘনিষ্ঠদের জন্য সম্ভাব্য ক্ষমা নিয়ে আলোচনা করেছেন।

ইয়েমেন ফিলিস্তিন এবং লেবাননের পাশে থাকবে: আনসারুল্লাহ মহাসচিব

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব আব্দুল মালিক বদরুদ্দিন আল হুথি শনিবার ইয়েমেনের স্বাধীনতা দিবস (ঈদ আল-জালা') উপলক্ষে একটি বিবৃতিতে বলেছেন, আদেন থেকে শেষ ব্রিটিশ সৈনিকের প্রস্থানকে আমরা স্মরণ করি। এই দিনে দেশের জনগণকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, 'শত্রুরা নতুন করে আগ্রাসনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা  সানার আল সাবাইন স্কয়ারে লক্ষ লক্ষ ইয়েমেনি জনগণের উপস্থিতিতে ভীত। আমাদেরকে বিশাল জন উপস্থিতি প্রদর্শন করে স্থিতিশীলতা ধরে রাখতে হবে। 'তিনি আরও বলেন, ইয়েমেনি জাতি কখনোই ফিলিস্তিন, লেবানন এবং নির্যাতিত ইসলামী জাতিকে ইহুদিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে একা ছেড়ে দেবে না। আমরা আল্লাহর দেওয়া প্রতিশ্রুতিতে বিশ্বাস করি এবং বিশ্বাস করি বিশ্বের এই অস্থায়ী শাসনব্যবস্থার পতন নিশ্চিত।

নেতানিয়াহু একজন খুনি: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান শনিবার বলেছেন, নেতানিয়াহু একজন খুনি এবং ইসরাইল গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে। এরদোগান আরও বলেন, আমাদের জনগণ ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করে।

যুদ্ধ বন্ধ করার জন্য আগামী দিনে পদক্ষেপ নেওয়া হবে: জেলেনস্কি

ইউক্রেন থেকে খবর এসেছে, দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ থেকে একটি প্রতিনিধি দল ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নির্ধারণে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। তিনি আরও বলেন, কূটনীতি এখনও সক্রিয় রয়েছে এবং আগামী দিনে কীভাবে মর্যাদাপূর্ণভাবে যুদ্ধ শেষ করা যায় তা নির্ধারণের জন্য পদক্ষেপ নেওয়া যেতে পারে। জেলেনস্কি আরো বলেছেন, ইউক্রেনের প্রতিনিধিদলের কাছে 'প্রয়োজনীয় নির্দেশনা' রয়েছে এবং তারা অগ্রাধিকার অনুসারে' কাজ করবে।#

পার্সটুডে/জিএআর/২০২৫