কাতারে প্রথম সংসদ নির্বাচন, তবে সব প্রাপ্তবয়স্ক নাগরিক ভোটার নন
কাতারে আজ (শনিবার) প্রথমবারের মতো সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজই ফল ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
কাতারে নতুন অনুমোদিত আইন অনুযায়ী, ৪৫ সদস্যের সংসদ বা শুরা কাউন্সিলের ৩০ সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হবেন। বাকি ১৫ আসনে সাংসদ নিয়োগ করবেন কাতারের আমির নিজে। সংসদের এই ৩০ আসনের জন্য প্রার্থী হয়েছেন ২৮৪ জন। তাদের মধ্যে নারী রয়েছেন ২৮ জন।
আইনসভায় মনোনীত ও নির্বাচিত সদস্যদের অধিকার ও দায়িত্ব একই থাকবে। তারা সরকারের সাধারণ নীতি ও বাজেট অনুমোদন করবেন। এ ছাড়া নির্বাহী কর্তৃপক্ষের ওপর তাদের নিয়ন্ত্রণ থাকবে।
তবে ভোটাধিকার নিয়ে কাতারে কিছু বাধ্যবাধকতা রয়েছে। আইন অনুযায়ী, ১৯৩০ সাল বা এর আগে থেকে যাদের কাতারের নাগরিকত্ব রয়েছে, তারা ও তাদের পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরাই শুধু ভোট দিতে পেরেছেন।
১৯৩০ সালের পর দেশটির নাগরিকত্ব পাওয়া ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের ভোটাধিকার নেই। #
পার্সটুডে/এসএ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।