ইয়েমেনের উপর সৌদি আরবের ভয়াবহ বিমান হামলা
(last modified Fri, 22 Oct 2021 07:50:47 GMT )
অক্টোবর ২২, ২০২১ ১৩:৫০ Asia/Dhaka
  • সৌদি বিমান হামলায় কয়েকটি ওষুধের গুদাম ধ্বংস হয়েছে
    সৌদি বিমান হামলায় কয়েকটি ওষুধের গুদাম ধ্বংস হয়েছে

ইয়েমেনের রাজধানী সানায় কয়েকটি ওষুধের গুদাম লক্ষ্য করে সৌদি আরব ভয়াবহ রকমের বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত একজন নিহত ও তিনজন আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি ওষুধের গুদাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরা জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) সৌদি জঙ্গিবিমান রাজধানী সানার সাওয়ান এলাকায় বোমা হামলা চালায়।

সৌদি সামরিক বাহিনীর মুখপাত্র তুর্কি আল-মালিকি বিমান হামলার কথা নিশ্চিত করেছেন। তিনি তার ভাষায় বলেন, সংকট সমাধানের জন্য জাতিসংঘের নেতৃত্বে যে প্রচেষ্টা চলছিল সেজন্য সৌদি আরব সাম্প্রতিক মাসগুলোতে বিশেষভাবে ধৈর্য ধরেছিল। তবে কী কারণে সৌদি আরব হঠাৎ করে সেই ধৈর্য হারিয়ে রাজধানী সানার ওপর এত ব্যাপকভাবে বিমান হামলা চালালো সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য দেন নি তুর্কি আল-মালিকি

ইয়েমেনের ওপর সৌদি বিমান হামলা

ইয়েমেনের হুথি আসনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম সৌদি বিমান বাহিনীর এই আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছেন।

তিনি টুইটারে দেয়া পোস্টে বলেছেন, ইয়েমেনের ওষুধের গুদামে সৌদি বিমান হামলার মধ্যদিয়ে তাদের যুদ্ধ বন্ধের কথিত প্রচেষ্টা পরিষ্কার হয়ে গেছে। দুর্ভাগ্যজনকভাবে সৌদি আরব তাদের আগ্রাসন এবং অবরোধ কর্মসূচি বন্ধ না করে বরং সেগুলোকে আরো জোরদার করেছে এবং জাতিসংঘ তাকে সমর্থন দিচ্ছে

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় সৌদি বিমান হামলার নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, সৌদি আগ্রাসনের কারণে কয়েকটি ওষুধের গুদাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওষুধ ও চিকিৎসা সামগ্রী সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সৌদি আগ্রাসনকে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় অপরাধমূলক কর্মকাণ্ড বলে মন্তব্য করেছে#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ