গোপনে ইসরাইল সফর করলেন হাফতারের ছেলে
https://parstoday.ir/bn/news/west_asia-i99820-গোপনে_ইসরাইল_সফর_করলেন_হাফতারের_ছেলে
লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের ছেলে গত সপ্তাহে গোপনে ইহুদিবাদী ইসরাইলের করেছেন। তেল আবিব সফরের সময় তিনি ইসরাইলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তার এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে ইসরাইলের সমর্থন পাওয়া।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১০, ২০২১ ১১:২৫ Asia/Dhaka
  • লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের ছেলে সাদ্দাম হাফতার
    লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের ছেলে সাদ্দাম হাফতার

লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের ছেলে গত সপ্তাহে গোপনে ইহুদিবাদী ইসরাইলের করেছেন। তেল আবিব সফরের সময় তিনি ইসরাইলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তার এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে ইসরাইলের সমর্থন পাওয়া।

ইসরাইলের দৈনিক হারেৎজ পত্রিকা সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, দুবাই থেকে লিবিয়ায় ফেরার পথে সাদ্দাম হাফতার সংক্ষিপ্ত সময়ের জন্য ইসরাইল সফর করেন। তিনি ব্যক্তিগত বিমান ডসাল্ট ফ্যালকন জেটে করে দুবাই থেকে ইসরাইলের বেন গুরিয়ন বিমান বন্দরে অবতরণ করেন।

লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতার

আগামী মাসে লিবিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে খলিফা হাফতারের ছেলে সাদ্দাম হাফতার ইহুদিবাদী ইসরাইল সফর করলেন। তবে এই সফরে ইসরাইলের কোন কোন কর্মকর্তার সঙ্গে হাফতারের ছেলে বৈঠক করেছেন তাদের নাম উল্লেখ করে নি দৈনিক হারেৎজ।

সাদ্দাম হাফতারের এই সফরের মূল বিষয় ছিল ইহুদিবাদী ইসরাইলের সামরিক ও কূটনৈতিক সমর্থন আদায়। এর বিনিময়ে তার বাবা খলিফা হাফতার ক্ষমতায় এলে ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করবেন।#

পার্সটুডে/এসআইবি/১০