করোনায় উদ্বেগ
মার্কিন নাগরিকদের ফ্রান্স ও জর্দান সফর নিষিদ্ধ
আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আ্যন্ড প্রিভেনশন বা সিডিসি মার্কিন নাগরিকদের জর্দান, পর্তুগাল এবং তানজানিয়া সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর সিডিসি জরুরিভিত্তিতে মার্কিন নাগরিকদের প্রতি এই আহ্বান জানিয়েছে।
এ পর্যন্ত ৮৩ দেশকে সিডিসি উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে এবং এ তালিকায় গতকাল অ্যান্ডোরা, সাইপ্রাস এবং লিচটেনস্টেইন যুক্ত হয়েছে।
নতুন আইন অনুসারে আমেরিকা বিদেশি নাগরিকদের সে দেশ সফরের জন্য কোভিড টেস্টের নেগেটিভ ফলাফল প্রদর্শনকে বাধ্যতামূলক করেছে। আমেরিকায় প্রকাশের একদিনের ভেতরে এই রিপোর্ট জমা দিতে হবে। এর আগে ভ্যাকসিন গ্রহণকারী বিদেশি সফরকারীরা তিনদিনের মধ্যে এই রিপোর্ট জমা দিতে পারতেন।
মার্কিন সরকার এরইমধ্যে দক্ষিণ আফ্রিকার আটটি দেশকে নিষিদ্ধের তালিকায় ফেলেছে যাদের নাগরিক আমেরিকায় প্রবেশ করতে পারবে না। ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর আমেরিকা এই ব্যবস্থা নিয়েছে। তবে আফ্রিকার এসব দেশের ওপর অন্য কোনো দেশ নিষেধাজ্ঞা আরোপ করে নি।#
পার্সটুডে/এসআইবি/৭