আরো একটি মার্কিন যুদ্ধজাহাজে করোনার হানা
https://parstoday.ir/bn/news/world-i101672-আরো_একটি_মার্কিন_যুদ্ধজাহাজে_করোনার_হানা
করোনাভাইরাসের মহামারি ছড়িয়ে পড়ার পর একটি মার্কিন যুদ্ধজাহাজ দক্ষিণ আমেরিকায় মোতায়েনের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। জাহাজটিতে একশর বেশি সেনা রয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ডিসেম্বর ২৫, ২০২১ ১৪:১০ Asia/Dhaka
  • যুদ্ধজাহাজ ইউএসএস মিলওয়াউকি
    যুদ্ধজাহাজ ইউএসএস মিলওয়াউকি

করোনাভাইরাসের মহামারি ছড়িয়ে পড়ার পর একটি মার্কিন যুদ্ধজাহাজ দক্ষিণ আমেরিকায় মোতায়েনের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। জাহাজটিতে একশর বেশি সেনা রয়েছে।

মার্কিন নৌবাহিনী গতকাল (শুক্রবার) জানিয়েছে যে, যুদ্ধজাহাজ ইউএসএস মিলওয়াউকি আপাতত গুয়ানতানামো বে নেভাল স্টেশনে অবস্থান করছে, জাহাজটিকে এখনই দক্ষিণ আমেরিকায় মোতায়েন করা হচ্ছে না। নিকটবর্তী নৌ ঘাঁটি মেপোর্ট থেকে সেখানে একটি জাহাজ মোতায়েন করা হয়েছে এবং ১৪ ডিসেম্বর জাহাজটি আমেরিকার দক্ষিণাঞ্চলীয় কমান্ডের দিকে রওনা করেছে।

মার্কিন নৌবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, জাহাজের যে সমস্ত সেনা করোনা পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হয়েছে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। তবে জাহাজের কত সেনা করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছে মার্কিন নৌবাহিনীর ওই বিবৃতিতে তা পরিষ্কার করা হয় নি।

বিবৃতিতে জানান হয়েছে, সংক্রমিত সেনা সদস্যদের কয়েকজনের মধ্যে সামান্য কিছু লক্ষণ দেখা যাচ্ছে তবে তারা করোনাভাইসের কোন ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছেন তা নিশ্চিত নয়।

২০১৯ সালের শেষদিক থেকে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ে এবং এ পর্যন্ত আমেরিকাতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে।#

পার্সটুডে/এসআইবি/২৫