বিমানবন্দর নিয়ে কাতার বা তুরস্কের সঙ্গে চুক্তি হয়নি: তালেবান
(last modified Fri, 31 Dec 2021 04:58:24 GMT )
ডিসেম্বর ৩১, ২০২১ ১০:৫৮ Asia/Dhaka
  • কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর
    কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর

আফগানিস্তানের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো পরিচালনার জন্য দেশটির তালেবান সরকার তুরস্ক ও কাতারের সঙ্গে চুক্তি হয়ে গেছে বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা নাকচ করে দিয়েছে কাবুল।

অন্তর্বর্তী তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, বিমানবন্দরগুলো পরিচালনার ব্যাপারে কাতার ও তুরস্কের সঙ্গে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি।

আফগানিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ সম্প্রতি এক বিবৃতিতে ঘোষণা করেছিল, দেশটির পাঁচ আন্তর্জাতিক বিমানবন্দরকে কারিগরি সহযোগিতা দেয়ার জন্য কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে; তবে এখনও কোনো দেশের সঙ্গে চুক্তি হয়নি।

অন্তর্বর্তী তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ

তুরস্কের বার্তা সংস্থা আনাতোলি গতকাল দেশটির একাধিক কূটনৈতিক সূত্র উদ্ধৃতি করে দাবি করেছিল, আফগানিস্তানের রাজধানী কাবুলসহ আরো চারটি আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার দায়িত্ব পেয়েছে কাতার ও তুরস্ক। আনাতোলি আরো জানায়, এরইমধ্যে ওই দুই দেশের সঙ্গে তালেবান সরকারের চুক্তি সই হয়েছে।

আফগানিস্তানে মোট ২৭টি বিমানবন্দর থাকলেও কাবুল, মাজার-ই-শরিফ, হেরাত, কান্দাহার ও খোস্ত এই পাঁচটি বিমানবন্দরে বিদেশি বিমান ওঠানামা করার পর্যান্ত সুবিধা রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ