প্লাস্টিক ব্যাগে সবজি-ফলমূল বহন করা যাবে না
https://parstoday.ir/bn/news/world-i102004-প্লাস্টিক_ব্যাগে_সবজি_ফলমূল_বহন_করা_যাবে_না
ফ্রান্সে প্লাস্টিক ব্যাগে শাকসবজি ও ফলমূল বহন করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। গতকাল (শনিবার) থেকে দেশটিতে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।  
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০২, ২০২২ ১৮:০৫ Asia/Dhaka
  • প্লাস্টিক ব্যাগে সবজি-ফলমূল বহন করা যাবে না

ফ্রান্সে প্লাস্টিক ব্যাগে শাকসবজি ও ফলমূল বহন করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। গতকাল (শনিবার) থেকে দেশটিতে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।  

পরিবেশবাদীরা দীর্ঘদিন ধরে প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছেন। তারা বলছেন, প্লাস্টিক ব্যাগ সারা বিশ্বের পরিবেশ দূষণের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এই পদক্ষেপের প্রশংসা করে নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছেন।

তবে এই আইন এখনই পুরোপুরি কার্যকর হচ্ছে না। আপাতত সীমিত পরিসরে আইনটি বাস্তবায়ন হবে এবং ২০২৬ সাল থেকে পুরো মাত্রায় কার্যকর হবে। ফ্রান্সে বর্তমানে প্লাস্টিক ব্যাগের যে স্টক রেয়েছে তাও আগামী ছয় মাস পর্যন্ত ব্যবহারের অনুমতি থাকছে।  

এদিকে, ফলমূল ও সবজি বিক্রেতা এসেসাসিয়েশনের নেতারা বলছেন, সরকার এই নিষেধাজ্ঞা দেয়ার আগে তাদের সঙ্গে কোনো রকমের পরামর্শ করে নি।#

পার্সটুডে/এসআইবি/২