জানুয়ারি ০৪, ২০২২ ০৯:৫৬ Asia/Dhaka
  • তালেবান নিয়ন্ত্রিত টেলিভিশনকে সাক্ষাৎকার দিচ্ছেন বারাদার
    তালেবান নিয়ন্ত্রিত টেলিভিশনকে সাক্ষাৎকার দিচ্ছেন বারাদার

আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের উপ প্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদার বলেছেন, তারা সাবেক আশরাফ গনি সরকারের মন্ত্রীদেরকে তাদের মন্ত্রিসভায় স্থান দিয়ে তালেবান সরকারের ভাবমর্যাদা ক্ষুণ্ন করতে চান না।

বারাদার গত দুই বছর আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় তালেবানের নেতৃত্ব দিলেও গত বছরের ১৫ আগস্ট তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে অনেকটা নিষ্ক্রিয় রয়েছেন। এ সময়ে তাকে যেমন গণমাধ্যম দেখা যায়নি তেমনি তার কোনো বক্তব্যও প্রকাশিত হয়নি।

তবে এবার তিনি তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের সরকারি টেলিভিশনে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন। মঙ্গলবার সম্প্রচারিত ওই সাক্ষাৎকারে বারাদার বলেছেন, “দোহায় আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় ওয়াশিংটনের পক্ষ থেকে আমাদেরকে গনি সরকারের কয়েকজন মন্ত্রীর নাম প্রস্তাব করে তাদেরকে নিয়ে যৌথ সরকার গঠন করার কথা বলা হয়েছিল।”

তিনি বলেন, “কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম দুর্নীতিতে অভ্যস্ত গনি সরকারের কর্মকর্তারা আমাদের সরকারে আসতে পারবে না। তাদের সংখ্যা কম হলেও তাদেরকে নেয়া হলে আমাদের শাসনব্যবস্থার বদনাম হয়ে যাবে।” আব্দুল গনি বারাদার সরাসরি বলেন, সাবেক সরকারের কর্মকর্তারা দূর্নীতি, হত্যা ও লুটতরাজে এতটা অভ্যস্ত হয়ে পড়েছে যে,  তা থেকে বিরত থাকা তাদের পক্ষে সম্ভব নয়।

বারাদার এমন সময় এ বক্তব্য দিলেন যখন আফগানিস্তানের সকল রাজনৈতিক পক্ষ ও জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের জন্য তালেবানের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। বিশ্বের বেশিরভাগ দেশ বলেছে, অংশগ্রহণমূলক সরকার গঠন ছাড়া তারা তালেবান সরকারকে স্বীকৃতি দেবে না।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ