ভিয়েনা সংলাপ সম্পর্কে উলিয়ানোভের মূল্যায়ন
নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় অগ্রগতির খবর দিল রাশিয়া
-
মিখাইল উলিয়ানোভ
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে খবর দিয়েছেন ওই আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ। তিনি বলেছেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে অগ্রগতি হওয়ার বিষয়টি আলোচনায় অংশগ্রহণকারী সবগুলো দেশ নিশ্চিত করেছে।
তিনি শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, “ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী সবগুলো দেশ একথা নিশ্চিত করেছে যে, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চুক্তি স্বাক্ষর ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে অগ্রগতি অর্জিত হয়েছে; যদিও আলোচনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সব পক্ষকে আরো বেশি প্রচেষ্টা চালাতে হবে।”
২০২১ সালের এপ্রিল মাস থেকে ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ চলছে। গত সোমবার থেকে শুরু হয়েছে সংলাপের অষ্টম দফা আলোচনা।

২০১৫ সালে আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ইরান তার পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আনে এবং এর বিপরীতে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।সমঝোতা অনুযায়ী ইরান তার পরমাণু কর্মসূচিতে সর্বোচ্চ চার মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সম্মত হয়।
কিন্তু ২০১৮ সালে আমেরিকা একতরফাভাবে এটি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে ইরান সমঝোতা থেকে বেরিয়ে না গিয়ে ধীরে ধীরে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিমাণ কমিয়ে দেয়। বর্তমানে ইরান ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। ভিয়েনা সংলাপ অনুষ্ঠিত হচ্ছে মূলত দু’পক্ষকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য।#
পার্সটুডে/এমএমআই/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।