ফ্রান্স বলছে চুক্তি নাগালের মধ্যে
(last modified Sat, 08 Jan 2022 05:38:09 GMT )
জানুয়ারি ০৮, ২০২২ ১১:৩৮ Asia/Dhaka
  • ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্য ইভস লা দ্রিয়াঁ
    ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্য ইভস লা দ্রিয়াঁ

ভিয়েনা সংলাপ নিয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্য ইভস লা দ্রিয়াঁর কণ্ঠে ইতিবাচক মন্তব্য শোনা গেছে। তিনি বলেছেন, আলোচনায় অগ্রগতি হয়েছে এবং চুক্তি নাগালের মধ্যে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী গতকাল (শুক্রবার) এই ইতিবাচক মন্তব্য করেন। তিনি মনে করছেন দুপক্ষের আলোচনার মধ্য দিয়ে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে।

লা দ্রিয়াঁ বলেন, "আমরা গত কয়েকদিন ধরে একটি ইতিবাচক দিকে এগিয়ে যাচ্ছি, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এসে পৌঁছেছি। এই সময়ে যদি আমরা চুক্তি করতে না পারি তাহলে আলোচনার আর কিছু থাকবে না।”

ভিয়েনা আলোচনা

এর আগে ইরানের প্রধান পরমাণু আলোচক মোহাম্মদ আলী বাকেরি কানি বলেছিলেন, ভিয়েনা আলোচনা ইতিবাচকভাবে সামনে এগিয়ে চলেছে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠী পরমাণু সমঝোতা পুনর্বহাল এবং তেহরানের ওপর থেকে মার্কিন অবৈধ নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে আলোচনা করছে। অষ্টম দফা আলোচনার মধ্যে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের প্রধান পরমাণু আলোচকের কাছ থেকে এইসব বক্তব্য এলো।#

পার্সটুডে/এসআইবি/৮

ট্যাগ