উন্নত জীবনের আশায় স্পেনের পথে যাত্রা; ডুবে মরলেন ৪৩ জন
https://parstoday.ir/bn/news/world-i102660-উন্নত_জীবনের_আশায়_স্পেনের_পথে_যাত্রা_ডুবে_মরলেন_৪৩_জন
উন্নত জীবনের আশায় স্পেনে যাওয়ার পথে দক্ষিণ মরক্কোর টারফায়া উপকূলে  ডুবে মারা গেছেন তিন শিশুসহ ৪৩ জন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৮, ২০২২ ১৯:১৫ Asia/Dhaka
  • প্রতীকি ছবি
    প্রতীকি ছবি

উন্নত জীবনের আশায় স্পেনে যাওয়ার পথে দক্ষিণ মরক্কোর টারফায়া উপকূলে  ডুবে মারা গেছেন তিন শিশুসহ ৪৩ জন।

স্প্যানিশ সংস্থা কামিনান্দো ফ্রন্টেরাসের মুখপাত্র বলেন, নৌযানডুবির ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর জীবিত ব্যক্তিরা তাঁদের উদ্ধারের জন্য অনুরোধ জানিয়েছিল। তারা প্রায় দুই ঘণ্টা যোগাযোগ রক্ষা করতে সক্ষম হয়েছিলেন।

কামিনান্দো ফ্রন্টেরাস বলেছে, নৌযানটি শনাক্ত করতেই মরক্কোর কর্তৃপক্ষের কয়েক ঘণ্টা সময় লেগে যায়। সংস্থাটি জানায়, ৪৩ জনের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২টি লাশ উদ্ধার করা হয়েছে। অভিবাসনপ্রত্যাশীরা স্প্যানিশ ক্যানারি দ্বীপপুঞ্জে যাচ্ছিলেন। এটির অবস্থান টারফায়া থেকে ১০০ কিলোমিটার দূরে।

ইউরোপে উন্নত জীবনের আশায় অনেক অভিবাসনপ্রত্যাশী উত্তর আফ্রিকার এই দেশকে একটি অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে আসছেন।

কামিনান্দো ফ্রন্টেরাসের তথ্যমতে, গত বছর চার হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী স্পেনে যাওয়ার চেষ্টা করতে গিয়ে নিহত বা নিখোঁজ হন। এই সংখ্যা ২০২০ সালের তুলনায় দ্বিগুণ। বিপৎসংকুল এই যাত্রায় নেমে যাঁরা মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন, তাদের অধিকাংশের লাশ পাওয়া যায়নি। #

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।