ওবামার প্রতি চীনের কঠোর হুঁশিয়ারি: এশিয়ায় আগুন উসকে দেবেন না
মে ২৪, ২০১৬ ২২:৩৫ Asia/Dhaka
-
মহড়ায় অংশ গ্রহণকারী চীনা সেনাদলের একাংশ
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে চীন বলেছে, এশিয়ায় আগুন উসকে দেবেন না। ভিয়েতনামের ওপর আরোপিত অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিপ্রেক্ষিতে আজ (মঙ্গলবার) এ হুঁশিয়ারি উচ্চারণ করে বেইজিং।
চীনের কমিউনিস্ট পার্টির মুখপত্র চায়না ডেইলি’র সম্পাদকীয়তে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। এতে বলা হয়েছে, ভিয়েতনাম ও আমেরিকা যেন আঞ্চলিক আগুন উসকে না দেয়। চীনের উত্থান ঠেকানের জন্য ওবামা পদক্ষেপ নিয়েছেন বলে উল্লেখ করা হয় সম্পাদকীয়তে।
এতে আরো বলা হয়েছে, ভিয়েতনামের ওপর থেকে সত্যিই যদি অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়া হয় তবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর তা অশুভ প্রভাব ফেলবে।
এদিকে, ৫০ বছরের অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের একদিন পরই দক্ষিণ চীন সাগর নিয়ে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে বেইজিংয়ের বিরোধের ক্ষেত্রে ভিয়েতনামের প্রতি সমর্থন ঘোষণা করেন ওবামা। তিনি বলেন, দক্ষিণ চীন সাগরে ভিয়েতনাম নিজের বলে যে অংশকে দাবি করছে তার প্রতি সমর্থন ঘোষণা করছে আমেরিকা। গত রোববার দেশটিতে পৌঁছান তিনি। ভিয়েতনাম যুদ্ধের পর এ নিয়ে তৃতীয় ক্ষমতাসীন কোনো মার্কিন প্রেসিডেন্ট দেশটি সফর করছেন।#
পার্সটুডে/মূসা রেজা/২৪
ট্যাগ