রাশিয়া অবশ্যই সম্ভাব্য নিষেধাজ্ঞার জবাব দেবে: নেবেনজিয়া
https://parstoday.ir/bn/news/world-i103240-রাশিয়া_অবশ্যই_সম্ভাব্য_নিষেধাজ্ঞার_জবাব_দেবে_নেবেনজিয়া
রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হলে মস্কো শুধু ক্ষতিগ্রস্ত হবে না সেইসঙ্গে এর জবাবও দেবে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ওয়েসলি নেবেনজিয়া মঙ্গলবার নিউ ইয়র্কে এক বক্তব্যে এ সতর্কবাণী উচ্চারণ করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০২২ ১০:২৬ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ওয়েসলি নেবেনজিয়া
    জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ওয়েসলি নেবেনজিয়া

রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হলে মস্কো শুধু ক্ষতিগ্রস্ত হবে না সেইসঙ্গে এর জবাবও দেবে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ওয়েসলি নেবেনজিয়া মঙ্গলবার নিউ ইয়র্কে এক বক্তব্যে এ সতর্কবাণী উচ্চারণ করেন।

তিনি বলেন, “আমরা নিষেধাজ্ঞায় অভ্যস্ত হয়ে পড়েছি। তারা যদি নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে শুধুমাত্র রাশিয়া ক্ষতিগ্রস্ত হবে না। আমরা আশা করছি তারা এ বিষয়টি উপলব্ধি করে নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বিরত থাকবে। নিষেধাজ্ঞার জবাব দেয়া হবে এবং আমরা অবশ্যই জবাব দেব।” 

এদিকে ওয়াশিংটনস্থ রুশ দূতাবাস বলেছে, আমেরিকা মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার যেসব কথা বলছে সে ব্যাপারে রাশিয়া নীরব থাকবে না। ওই দূতাবাসের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে বলা হয়েছে, “দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপড়েন শুরু করেছে আমেরিকা; রাশিয়া নয়। আমরা নিষেধাজ্ঞার হুমকির বিপরীতে পশ্চাদপসরণ করতে বা ‘জি হুজুর’ বলতে রাজি নই।” 

রুশ দূতাবাস আরো বলেছে, আমেরিকার কারণেই প্রায় এক দশক আগে ইউক্রেনে উগ্র জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয় এবং এর ফলেই ক্রিমিয়ায় অনুষ্ঠিত গণভোটে ওই প্রজাতন্ত্র রাশিয়ার সঙ্গে যোগ দিতে সম্মত হয়।#

পার্সটুডে/এমএমআই/২