জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানি প্রেসিডেন্টের টেলিফোনালাপ
‘ট্রাম্প প্রশাসনের নীতি অনুসরণ ভিয়েনা সংলাপে অগ্রগতির পথে প্রধান বাধা’
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আমেরিকার বর্তমান প্রশাসন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান সংক্রান্ত নীতি অনুসরণ করছে বলে ভিয়েনা সংলাপে ‘গ্রহণযোগ্য অগ্রগতি’ অর্জিত হচ্ছে না। প্রেসিডেন্ট রায়িসি বুধবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সংলাপ চলছে। গত মঙ্গলবার থেকে দু’পক্ষের মধ্যে অষ্টম দফা আলোচনা আবার শুরু হয়েছে। আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনা এবং ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।
আমেরিকা ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষর করলেও ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এটি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি ঘোষণা করেন। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার উত্তরসুরি ট্রাম্পের ওই নীতি পরিহার করে পরমাণু সমঝোতায় ফিরে আসবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু বাস্তবে তিনি ট্রাম্পের ওই চাপ প্রয়োগের নীতিই অনুসরণ করে যাচ্ছেন।
ইরানের প্রেসিডেন্ট রায়িসি এ সম্পর্কে বলেন, “মার্কিন প্রশাসনের পক্ষ থেকে সাবেক প্রশাসনের ব্যর্থ নীতি অনুসরণ ভিয়েনা সংলাপে গ্রহণযোগ্য অগ্রতির পথে প্রধান প্রতিবন্ধক হয়ে রয়েছে।” তিনি জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরো শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।
টেলিফোনালাপে জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ইরানের ইসলামি বিপ্লব বার্ষিকী উপলক্ষে এদেশের সরকার ও জনগণকে অভিননন্দন জানান। তিনি জাপানের পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় কয়েকবারের নিজের ইরান সফরের কথা স্মরণ করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে প্রতিটি সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।#
পার্সটুডে/এমএমআই/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন