আমেরিকার সামরিক বাহিনীকে হুঁশিয়ারি দিল রাশিয়া
(last modified Sun, 13 Feb 2022 06:04:11 GMT )
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ১২:০৪ Asia/Dhaka
  • আমেরিকার একটি সাবমেরিন
    আমেরিকার একটি সাবমেরিন

রাশিয়ার পানিসীমা লঙ্ঘন করার অভিযোগে মার্কিন সামরিক বাহিনীকে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রাশিয়ায় নিযুক্ত মার্কিন সামরিক অ্যাটাশের কাছে গতকাল (শনিবার) এক প্রতিবাদলিপি প্রদানের মাধ্যমে এই হুঁশিয়ারি দেয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্পুৎনিক বার্তা সংস্থা জানিয়েছে, কুরিল দ্বীপপুঞ্জের কাছে রাশিয়ার একটি নৌবহরের মহড়া চলাকালে ওই এলাকায় আমেরিকার একটি সাবমেরিন শনাক্ত করা হয়।

মন্ত্রণালয় বলছে, মার্কিন সাবমেরিনের উসকানিমূলক আচরণ রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছিল। এ অবস্থায়  রাশিয়া তার পানিসীমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা নেয়ার অধিকার রাখে। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আমেরিকাকে হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।#

পার্সটুডে/এসআইবি/এআর/১৩

ট্যাগ